বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ মে ২০২৩ | প্রিন্ট

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি ঘোষণা

সুদানে চলমান সংঘাতের মধ্যে সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই বাহিনী। সুদানে গত মাস থেকে চলমান সংঘর্ষে বহু প্রাণহানি ঘটেছে। দেশটি এই পর্যন্ত আরো অনেক দফা যুদ্ধ বিরতির ঘোষণা দেয় দুই বাহিনী।

সুদানের সাত দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। গতকাল শনিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এই তথ্য নিশ্চিত করেছে।

সুদানে চলমান সংঘাতের অবসানে নতুন চুক্তিটি যুদ্ধরত পক্ষগুলো জেদ্দায় স্বাক্ষর করেছে। চুক্তি স্বাক্ষরের ৪৮ ঘণ্টা পর রবিবার থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে ঘোষণা করা হয়।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, উভয় পক্ষের সমঝোতায় স্বল্পমেয়াদী এই যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে। যুদ্ধবিরতির মধ্যে দুই দল সঙ্গে সমঝোতা করলে যুদ্ধের অবসান ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

সুদানে রক্তক্ষয়ী যুদ্ধ ৬ সপ্তাহের বেশি সময় ধরে চলছে। উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটিতে সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও দেশ ছেড়ে পালিয়ে গেছেন লাখ লাখ বাসিন্দারা। দেশটিতে মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে সবাই।

সূত্র: আল আরাবিয়া

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | রবিবার, ২১ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(228 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]