বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটেনে বেড়েছে পারিবারিক সহিংসতা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৬ মে ২০২৩ | প্রিন্ট

ব্রিটেনে বেড়েছে পারিবারিক সহিংসতা

ব্রিটেনে আশঙ্কাজনকহারে বেড়েছে পারিবারিক সহিংসতা। এ থেকে বাদ নেই বাংলাদেশি কমিউনিটিও। সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি নারীর মৃত্যুর ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

ব্রিটেনে প্রতি বছর পারিবারিক সহিংসতার শিকার হয় ১৫ লাখ নারী ও শিশু। শুধু তাই নয়, বর্তমান কিংবা সাবেক সঙ্গীর নির্যাতনের শিকার হয়ে প্রতি বছর প্রাণ হারান শতাধিক নারী।

ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতেও ইদানীং বেড়েছে পারিবারিক সহিসংতার ঘটনা। সম্প্রতি বেশ কয়েকজন বাংলাদেশি নারীর মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

সবশেষ পূর্ব লন্ডনের পপলার এলাকার ২৪ বছর বয়সী সোমা বেগমের মরদেহ সুটকেস বন্দী অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়। হত্যায় জড়িতের অভিযোগে স্বামী আমনান রহমানকে আটক করেছে পুলিশ।

এদিকে, পারিবারিক সহিংসতা বন্ধে এরই মধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। বিশেষ হেল্প লাইন চালুর পাশাপাশি তাৎক্ষণিক পুলিশি সহায়তা বাড়াতে নেয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।

পারিবারিক সহিংসতা বন্ধে আইন থাকলেও সরকারি অর্থ বরাদ্দ কম থাকায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া যাচ্ছে বলে জানান বাংলাদেশি ব্রিটিশ এমপি আফসানা বেগম।

গত বছর পারিবারিক সহিংসতার শিকার হওয়া পুরুষের সংখ্যাও প্রায় ৭ লাখের মতো। প্রতি তিনজন ভুক্তভোগীর দুইজন নারী ও একজন পুরুষ। তবে, এ ধরণের সহিংসতার ঘটনার মাত্র ২৪ শতাংশই ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(221 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]