মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস : এবার যশোরে ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস : এবার যশোরে ছাত্রলীগ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় এবার যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন তার ফেসবুকে সাঈদীর ছবি সংবলিত সংবাদ কার্ড শেয়ার করে। একইসঙ্গে তার মাগফিরাত কামনা করেন। বিষয়টি নজরে আসার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা ছাত্রলীগ নেতার পোস্টের স্কিনশর্ট দিয়ে ফেসবুকে সমালোচনা ও বহিষ্কারের দাবি জানান। একপর্যায়ে ছাত্রলীগ নেতা মারুফ তার পোস্ট মুছে ফেলেন।

ছাত্রলীগ নেতারা জানান, মারুফের বিরুদ্ধে গাঁজা-ইয়াবা সেবনের অভিযোগ রয়েছে। চলতি বছরে মাদকদ্রব্য সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যা নিয়েও ব্যাপক সমালোচিত হয় মারুফ।

নেতারা আরও জানান, সাঈদীর বিষয়টি আমলে নিয়ে গতকাল শুক্রবার মারুফকে সাময়িক বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জেলা ছাত্রলীগ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কাজে জড়িত থাকায় তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির নিকট স্থায়ী বহিষ্কারের অনুরোধ করা হয়েছে। তবে সুনির্দিষ্ট কী কারণে মারুফ হোসেনকে বহিষ্কার করা হয়েছে সেটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মারুফ হোসেন বলেন, গত ১৩ আগস্ট আমার ফেসবুক আইডি হ্যাক হয়। পরে আমার বন্ধুরা জানায় হ্যাককৃত আইডি থেকেই সাঈদীর মৃত্যতে শোক সংক্রান্ত একটা পোস্ট দেয়া হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানাতে জিডিও করেছি।

মাদক সেবনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ওগুলো এডিট করা। যারা ছাত্রলীগ করে তারা কখনও মাদকের সঙ্গে সম্পৃক্ত হতে পারে না।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা বহিষ্কার হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]