বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা ২ সপ্তাহ কমলো সয়াবিনের দাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

টানা ২ সপ্তাহ কমলো সয়াবিনের দাম

সয়াবিনের দাম বিশ্ববাজারে আরো কমেছে। শুক্রবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) আরেক দফা হ্রাস পেয়েছে তেলবীজটির দর। এ নিয়ে টানা ২ সপ্তাহ পণ্যটির মূল্য নিম্নমুখী হলো।

এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১৩ ডলার ৫৫ সেন্টে। বৃহস্পতিবার যা ছিল ১৩ ডলার ৭৪ সেন্ট। সবমিলিয়ে চলতি সপ্তাহে ভোজ্যতেল তৈরির কাঁচামালটি দর হারিয়েছে ১ শতাংশেরও বেশি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ আমেরিকার শীর্ষ দুই উৎপাদনকারী দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলে সয়াবিনের বাম্পার ফলনের আভাস মিলেছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। এতে তেলবীজটির দরপতন ঘটেছে।

গত আগস্টে সয়াবিনের দাম বেড়েছিল। বিশ্বের বৃহৎ রফতানিকারক যুক্তরাষ্ট্রের শস্য উৎপাদন অঞ্চলে (মধ্য-পশ্চিম)উষ্ণ ও গরম আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হতে পারে। এ আশঙ্কায় পণ্যটির দর বৃদ্ধি পেয়েছিল। এক পর্যায়ে তা এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। বুশেলপ্রতি দাম নিষ্পত্তি হয় ১৪ ডলার ১০ সেন্টে। সেখান থেকে চলতি মাসে এখন পর্যন্ত তেলবীজটির দরপতন ঘটেছে ৩ দশমিক ৫ শতাংশ।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]