শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দায়িত্ব নিয়েই ভারতীয় সেনাদের তাড়ানোর ঘোষণা মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

দায়িত্ব নিয়েই ভারতীয় সেনাদের তাড়ানোর ঘোষণা মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের

দায়িত্ব পাওয়ার প্রথম দিনই নিজ দেশ থেকে ভারতীয় সেনাদের তাড়ানোর প্রক্রিয়া শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও চীনপন্থি নেতা মোহামেদ মুইজু।

মঙ্গলবার (৩ অক্টোবর) এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোমবার (২ অক্টোবর) রাতে দেয়া এক ভাষণে মুইজু বলেন,

মালদ্বীপে থাকা বিদেশি রাষ্ট্রের সেনাদের আমরা আইন মেনে ফেরত পাঠাব। এবং অবশ্যই আমরা এটা করব।

ভাষণে মুইজু কোনো দেশের নাম উল্লেখ না করলেও শুধুমাত্র ভারতেরই সেনা রয়েছে দ্বীপরাষ্ট্রটিতে।

তিনি আরও বলেন, যারা সেনাবাহিনী নিয়ে এসেছেন তারা হয়তো ফেরত পাঠাতে চান না। তবে মালদ্বীপের জনগণ এটাই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে শনিবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনপন্থি নেতা মোহামেদ মুইজু।

দেশটির বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপের (পিপিএম) প্রার্থী মুইজু ক্ষমতাসীন মালদ্বীপের ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে পরাজিত করেছেন। আগামী ১৭ নভেম্বর মুইজু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে।

মোহামেদ মুইজুকে ‘ভারত বিরোধী’ নেতা হিসেবে বিবেচনা করা হয়। কারণ নির্বাচনের আগে তিনি বলেছিলেন, যদি প্রেসিডেন্ট হতে পারেন তাহলে মালদ্বীপে মোতায়েনকৃত স্বল্পসংখ্যক ভারতীয় সেনাকে বের করে দেবেন এবং মালদ্বীপকে ভারতের প্রভাব থেকে মুক্ত করবেন।

অন্যদিকে মুইজুকে ভারতপন্থি হিসেবে মনে করা হয়। তিনি ভারতকে ‘সংকটের সময়ে প্রথম সহায়তাকারী’ এবং ‘সুসময়ে ভালো বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(235 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]