শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবান শাসনে আফগানিস্তানে পপি চাষ কমেছে ৯৫%

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

তালেবান শাসনে আফগানিস্তানে পপি চাষ কমেছে ৯৫%

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে প্রায় পুরোপুরি বন্ধের পথে আফিম উৎপাদন। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পরের বছরই পপি চাষ নিষিদ্ধ করে তালেবান সরকার। ফলে দেশটিতে এখন ৯৫ শতাংশ আফিম উৎপাদনই বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আলজাজিরার।

জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম অফিসের রিপোর্টে বলা হয়, গত বছরের এপ্রিলে তালেবান সরকার পপি চাষ নিষিদ্ধ করার পর আফগানিস্তানে পোস্ত চাষ এবং আফিমের উৎপাদন ৯০ শতাংশেরও বেশি কমে গেছে। ২০২২ সালে দেশটিতে ২ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছিল পপি। কিন্তু ২০২৩ সালে এসে তা কমে এসেছে ১০ হাজার ৮০০ হেক্টরে।

আফগানিস্তান বিশ্বের ৮০ ভাগ আফিম উৎপাদনকারী দেশ হিসেবে এতদিন পরিচিত ছিল। এই পপি থেকেই আফিম ও হেরোইন মাদক উৎপন্ন হয়। এই মাদকের প্রধান বাজার ইউরোপ ও এশিয়া।

এদিকে আফিম উৎপাদন কমে যাওয়ায় আফগান কৃষকরা পড়েছেন আর্থিক সংকটে। জাতিসংঘের কর্মকর্তারা বলেন, আফিমের অবৈধ ব্যবসার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করলেও আয় কমে যাওয়া আফগানিস্তানের দুর্বল অর্থনীতির জনগোষ্ঠীর জন্য ঝুঁকিও রয়েছে। কারণ, তারা দীর্ঘদিন ধরেই তাদের জীবিকা নির্বাহের জন্য পপি ব্যবসার ওপর নির্ভর করত।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(235 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]