শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনে যা যা ঘটবে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসনের ৪৯তম দিনে এসে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে কার্যকর হয়েছে বহুকাঙ্খিত এই যুদ্ধবিরতি।

চুক্তি অনুযায়ী বিকাল ৪টায় ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। কাতারের সমঝোতায় চারদিনের এ যুদ্ধবিরতির প্রথম দিনে যা যা ঘটতে পারে তার সম্ভাব্য একটি তালিকা প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাসের যুদ্ধবিরতির সমঝোতা স্মারক অনুযায়ী, স্থানীয় সময় আজ বিকাল ৪টায় ১৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে হামাস। তাদের সবাইকে মিশর-গাজা সীমান্ত ক্রসিং রাফায় ইসরায়েলি বাহিনীর হাতে হস্তান্তর করবে রেডক্রস সোসাইটি। জিম্মিদের পরিচয় শনাক্ত করবে এই সংস্থাটি।

মুক্তিপ্রাপ্ত জিম্মিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রথমেই তাদের তেল আবিবের একটি হাসপাতালে নেয়া হবে।

এদিকে, চুক্তি অনুযায়ী আজই ইসরায়েলের কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। হাইফার দক্ষিণ-পূর্বে ড্যামন এবং মেগিদ্দো, এই দুই ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তারপর কারাবন্দীদের পশ্চিম তীরের দক্ষিণ রামাল্লার ওফার কারাগারে পাঠানো হবে। এরপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে তাদের।

এছাড়া, মিশর থেকে গাজায় অতিপ্রয়োজনীয় মানবিক সাহায্য পাঠানো হবে বলেও আশা করা হচ্ছে। হামাস বলেছে, প্রতিদিন ২০০টি ত্রাণ সহায়তাবাহী এবং জ্বালানি বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(235 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]