মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন ঋণ বিতরণ করলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সিআইবি বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এক টাকা বা তার চেয়ে বেশি বকেয়া স্থিতিসম্পন্ন ঋণতথ্য পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করার নির্দেশনা রয়েছে। সিআইবি ডাটাবেইজে সংরক্ষিত ঋণতথ্যের মান অধিকতর নির্ভরযোগ্য করাসহ দ্রুত গ্রাহকদের হালনাগাদ রিপোর্ট প্রাপ্তির লক্ষ্যে নতুন উন্নয়ন করা ক্রেডিট ইনফরমেশন সিস্টেম (সিআইএস) সফটওয়্যারে আপলোড দিতে হবে। আপলোডের সময়সীমা কোনোক্রমেই ১৫ তারিখ অতিক্রম করা যাবে না।

ঋণ নবায়ন, বর্ধিতকরণ, পুনর্গঠন, পুনঃতফসিল, সমন্বয় কিংবা অন্য কোনো কারণে কোনো ঋণের শ্রেণিমানে পরিবর্তন হলে যে তারিখে ঋণ তথ্যের পরিবর্তন হয়েছে, সেই তারিখভিত্তিক তথ্য বা হিসাবের ডাটা তাৎক্ষণিকভাবে সিআইএসে আপলোড করতে হবে।

চলতি বছরের ১ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সিআইএস চালু হওয়ার পূর্ববর্তী সময়ে মঞ্জুরিকৃত নতুন ঋণের বিষয়ে এবং কন্টাক্ট ডাটা সিআইএসে বাল্ক আকারে আপলোড করতে হবে।

আর চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পরবর্তী সময়ে মঞ্জুরিকৃত নতুন ঋণের বিষয় এবং কন্টাক্ট ডাটা সিআইএসে তাৎক্ষণিকভাবে এন্ট্রির মাধ্যমে আপলোড করতে হবে।

নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Facebook Comments Box
advertisement

Posted ২:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]