বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদির ২ দিন পর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে রমজান

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ | প্রিন্ট

সৌদির ২ দিন পর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে রমজান

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দেশ নিউজিল্যান্ডে গতকাল সোমবারও (১১ মার্চ) পবিত্র রমজানের মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১০ মার্চ এবং দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে ১১ মার্চ পবিত্র এ মাসের চাঁদ দেখা যায়।

তবে পৃথিবীর এক প্রান্তে অবস্থিত নিউজিল্যান্ডে এদিনও চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার থেকে দেশটিতে রমজান মাস শুরু হতে যাচ্ছে।

যার অর্থ ইসলামের সূতিকাগার দেশ সৌদি থেকে দুইদিন পর নিউজিল্যান্ডে মহিমান্বিত এ মাস শুরু হচ্ছে। ফলে সৌদিতে যখন তৃতীয় রোজা চলবে তখন নিউজিল্যান্ডের মানুষ প্রথম রোজা রাখবেন।

চাঁদ না ওঠার বিষয়টি নিশ্চিত করেছে হিলাল কমিটি অব দ্য ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশন অব নিউজিল্যান্ড (ফিয়ানজ)। এরপর দেশটিতে ১৩ মার্চ থেকে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।

২০১৮ সালের আদম শুমারির তথ্য অনুযায়ী নিউজিল্যান্ডে ৬০ হাজারের বেশি মুসলিম বসবাস করেন।

এদিকে আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে গতকাল সোমবার মহিমান্বিত মাস রমজানের প্রথমদিন কেটেছে। সূর্যোদয়ের আগে সেহেরি খেয়ে সূর্যাস্তের পর ইফতার করেছেন এসব দেশের মানুষ।

আরব আমিরাতের বিভিন্ন জায়গায় বিশাল আয়োজনের মাধ্যমে হয়েছে প্রথমদিনের ইফতার। নানান দেশের ও পেশার মানুষ এদিন একসঙ্গে বসে ইফতার করেছেন।

ইবাদত বন্দেগির জন্য বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে বেশি নেকি পাওয়া যায়। ফলে পবিত্র এ মাসে মুসলিমরা ইবাদত বাড়িয়ে দেন। এছাড়া বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ডে অংশ নেন তারা।

সূত্র: সিয়াসাত

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(229 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]