শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, চারজনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

অস্ট্রেলিয়ায় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, চারজনের প্রাণহানি

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টের পর্যটন এলাকায় দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন যাত্রীর প্রাণহানি ঘটেছে। নিহত সবাই একই হেলিকপ্টারে ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।

কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে- একটি বিমান উড্ডয়নের সময় এবং অন্যটি অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সময় সোমবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় সংঘর্ষটি হয়।

কুইন্সল্যান্ড রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক গ্যারি ওয়ারেল এক সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনার ফুটেজে দেখা গেছে- গোল্ড কোস্টের উত্তরাঞ্চলীয় সমুদ্র সৈকতের মেইন বিচে সি ওয়ার্ল্ড থিম পার্কের কাছে সংঘর্ষের সময় একটি হেলিকপ্টার উড্ডয়ন করছে এবং অন্যটি অবতরণ করছে।

তিনি আরো বলেন, একটি হেলিকপ্টার বালির ওপর নিরাপদে অবতরণ করেছে, তবে অন্যটির ধ্বংসাবশেষ এমন একটি এলাকায় ছড়িয়ে পড়েছে যেখানে পুলিশের পৌঁছানো কঠিন। নিহত ও আহত ব্যক্তিরা বিধ্বস্ত হেলিকপ্টারের যাত্রী।

গ্যারি ওয়ারেল বলেন, স্থানীয়রা ও পুলিশ সদস্যরা দুর্ঘটনা কবলিতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। দুর্ঘটনায় উইন্ডস্ক্রিন হারিয়ে যাওয়া অন্য হেলিকপ্টারের যাত্রীরাও চিকিৎসা সহায়তা পাচ্ছেন।

 

জন নামের একজন প্রত্যক্ষদর্শী মেলবোর্ন রেডিও স্টেশন থ্রিএডব্লিউকে বলেছেন, সি ওয়ার্ল্ডের পৃষ্ঠপোষকরা দুর্ঘটনার শব্দ শুনেছেন। থিম পার্কের কর্মীরা দ্রুতগতিতে দুর্ঘটনার নিকটবর্তী এলাকাগুলো বন্ধ করতে যায়।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, তার দেশ ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা দেখে হতবাক হয়ে গেছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর প্রধান কমিশনার অ্যাঙ্গাস মিচেল বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

 

কুইন্সল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, আহত ১৩ জনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

গোল্ড কোস্ট অঞ্চলটি জানুয়ারিতে সবচেয়ে ব্যস্ত থাকে। কেননা এই অঞ্চলে অস্ট্রেলিয়ায় সবচেয়ে দীর্ঘ গ্রীষ্ম থাকে।
সূত্র: বিবিসি

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(231 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]