রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবির চতুর্থ সমাবর্তন যেদিন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

যবিপ্রবির চতুর্থ সমাবর্তন যেদিন

আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন।

সদ্য যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া’র ১৯তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অমিত চাকমা।

স্নাতকের ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে শুরু করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা ও সমাবর্তনে অংশ নেবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় ২০ ডিসেম্বর ২০২২ দুপুর ২টায়। এই প্রক্রিয়া চলবে ২০ জানুয়ারি ২০২২ বেলা ১১.৫৯ মিনিট পর্যন্ত।

রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোন শিক্ষার্থী যদি একাধিক প্রোগ্রামে সমাবর্তন চান তাহলে অতিরিক্ত তিন হাজার টাকা পরিশোধ করতে হবে।

সমাবর্তনের রেজিস্ট্রেশন ফিস ব্যাংকের পাশাপাশি অনলাইনে ও পরিশোধ করা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি যবিপ্রবি’র ‘৩য় সমাবর্তন’ এবং ২০১৫ সালের ২৬ নভেম্বর ‘২য় সমাবর্তন’ অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৩ সালের ১০ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]