সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

তৃতীয় লিঙ্গের মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তারা আমাদেরই স্বজন। তৃতীয় লিঙ্গের হয়ে জন্মগ্রহণ করা তাদের নিজেদের কোনো দোষ না। প্রকৃতির কারণেই তাদের এ কষ্ট।

বুধবার রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’ আয়োজিত আঞ্চলিক আর্ট ও চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন,বন্ধুর মতো অন্যান্য সংগঠনগুলো তাদের আশ্রয়স্থল। সুখে-দুঃখে তাদের আশা-ভরসার জায়গা। এসব মানবিক সংগঠনগুলো তৃতীয় লিঙ্গের মানুষদের ভালোবাসা দিয়ে কাছে রাখছে।

তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে কাজ করতে আগ্রহী।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আনিসুল ইসলাম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ও ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান এবং ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইউএনএইডস-এর কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]