রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষ হয় বাসের। এতে বাসটি উল্টে আগুন লেগে যায়। ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া আরো ১৭ বাংলাদেশি স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মক্কায় হজ পালনে যাওয়া যাত্রীরা প্রায়ই দুর্ঘটনায় পড়লেও, সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ছিল সবচেয়ে মারাত্মক।

এ ঘটনায় মৃত অবস্থায় ২৩ জনের পাশাপাশি জীবিত উদ্ধার করা হয় ১৭ বাংলাদেশিসহ ২৪ জনকে। তবে আগুনে ঝলসে যাওয়ায় বাংলাদেশিদের মরদেহ শনাক্ত করতে বেশ কষ্ট করতে হচ্ছে উদ্ধারকর্মীদের সঙ্গে থাকা বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তাদের।

নিহত ১৮ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর সেনবাগের শরিয়তউল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল উদ্দীন, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদ নগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালু মিয়ার ছেলে রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর শাফাতুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কোতোয়ালির মোহাম্মদ নজরুল ইসলাম, কক্সবাজারের রামু উপজেলার কাদের হোসাইনের ছেলে মোহাম্মদ হোসেন, খাইরুল ইসলাম, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব এবং রানা মিয়া।

এদিকে, নিহত ১৮ বাংলাদেশির পরিচয় শনাক্তের পর এখন চলছে তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া।

জীবিত উদ্ধার হওয়া এই ১৭ বাংলাদেশিকে আবহা প্রাইভেট হাসপাতাল, সৌদি জার্মান হাসপাতাল, মাহায়েল জেনারেল হাসপাতাল ও আসির জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এবং হতাহতের ঘটনা ঘটে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(223 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]