শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ হয়নি উদ্ধারকাজ, রেলে ভয়াবহ শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ মে ২০২৪ | প্রিন্ট

শেষ হয়নি উদ্ধারকাজ, রেলে ভয়াবহ শিডিউল বিপর্যয়

গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা পরও উদ্ধারকাজ শেষ হয়নি। ডাবল লাইনের ঢাকা-জয়দেবপুর রেলপথের একটি দিয়ে ট্রেন চলাচল করলেও ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। শনিবার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাজ চলছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে এই সংঘর্ষের ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রেললাইনে ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এ ঘটনায় দুটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হন। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে তিনটি অপসারণ করে পাশের স্টেশনে সরিয়ে নেয়া হয়েছে।

যদিও উদ্ধার কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী।

এ ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। বরখাস্ত করা হয়েছে রেলওয়ের তিনজন কর্মচারীকে।

এদিকে এ দুর্ঘটনার পর থেকে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের এগার সিন্দুর প্রভাতী ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় ৫ ঘণ্টা পার হলেও ট্রেনটি এখনো ছেড়ে যায়নি। যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

ব্রাক্ষণবাড়িয়ার তিতাস কমিউটার, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস সকাল ৯টার মধ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই তিনটি ট্রেন কখন ছেড়ে যাবে তা জানা যায়নি এখনো।

কাঙ্ক্ষিত ট্রেনের আশায় ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করছেন যাত্রীরা। অবশ্য আগামীকালের মধ্যে শিডিউল ঠিক হয়ে যাওয়ার আশা করছেন স্টেশন ম্যানেজার।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]