শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ দলে ডাক না পেয়ে সবকিছু ফাঁসের হুমকি লামিচানের

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ মে ২০২৪ | প্রিন্ট

বিশ্বকাপ দলে ডাক না পেয়ে সবকিছু ফাঁসের হুমকি লামিচানের

আগামী জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো। এরই মধ্যে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে অনেকেই। এর মধ্যে নেপালও তাদের স্কোয়াড ঘোষণা করেছে।

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য রোহিত পৌডেলকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেপাল। তাদের ঘোষিত প্রাথমিক দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক ও দেশটির তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে।

ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ার কারণে বিশ্বকাপ দলে জায়গা পায়নি লামিচানে। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দেন ২৩ বছর বয়সী এই স্পিনার।

তিনি লিখেছেন, ‘বহুদিন পোস্ট দেওয়া থেকে নিজেকে আটকে রেখেছিলাম। আমার কোনো সন্দেহ নেই, আমি ষড়যন্ত্রের শিকার। এই ষড়যন্ত্রে যারা ভূমিকা রেখেছেন, সবাইকে ঈশ্বর ভাল রাখুক। আমি সব ঈশ্বরের কাছে ছেড়ে দিলাম। সময়ই সত্য বলবে যদি না কেউ তা এর আগেই জানিয়ে দেয়।’

অন্য আরেক পোস্টে তিনি লিখেছেন, ‘আমি আইনকে শ্রদ্ধা করি এবং কোর্টের রায়কেও শ্রদ্ধা করি। তবে প্রতিশ্রুতি দিচ্ছি, এই ষড়যন্ত্রে জড়িত প্রতিটা মানুষের নাম আমি সবার কাছে ফাঁস করে দেব। এই মামলার সঙ্গে জড়িত সবার নামও।’

যদিও গুঞ্জন ছড়িয়েছে, ২৫ মে-র আগে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে বিশ্বকাপে খেলতে পারবেন লামিচানে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। পুলিশ হেফাজতে থাকার পর মাঝে কিছুদিন জামিনে ছিলেন। পরে ২০২৩ এশিয়া কাপেও অংশ নিয়েছেন তিনি।

তবে গত জানুয়ারিতে কাঠমুন্ডুর এক আদালত ধর্ষণের মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করেন এবং ৮ বছরের জেল দেন। এই রায়ের পর নেপালের ক্রিকেট অ্যাসোসিয়েশন সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে সাবেক অধিনায়ককে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]