সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে সবচেয়ে গভীর পানির মাছের সন্ধান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

সাগরে সবচেয়ে গভীর পানির মাছের সন্ধান

সাগরের সবচেয়ে গভীর পানির মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মাছটির নাম জুভেনাইল ফিশ। এটি স্নেলফিশেরই একটি ধরণ। জাপানের ইজু–ওগাসাওয়ারা ট্রেঞ্চে এই মাছ পাওয়া গেছে।
সম্প্রতি এই মাছের সাঁতার কাটা একটি মাছের ভিডিও করেছেন বিজ্ঞানীরা।

সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, সাগরপৃষ্ঠ থেকে ২৭ হাজার ৩৪৯ ফুট (আট হাজার ৩৩৬ মিটার) নিচে বিচরণ করা মাছটি এক ধরনের স্নেইলফিশ। জাপানের দক্ষিণে ইজু-ওগাসাওয়ারা ট্রেঞ্চে (সাগরের নিচের গভীর খাত) সাঁতার কাটার সময় জাহাজ থেকে নামিয়ে দেওয়া ল্যান্ডারের মাধ্যমে মাছটির ছবি তোলা হয়।

বলা হয়ে থাকে, প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটি মারিয়ানা ট্রেঞ্চে। এখানে সমুদ্রের গভীরতা ১০ হাজার ৯৩৫ মিটার। ধারণা ছিল, এই খাদের গভীরে যেসব মাছের সন্ধান পাওয়া যায়, সেগুলোই সবচেয়ে গভীর জলের মাছ। কিন্তু এখন বিজ্ঞানীদের গবেষণায় নতুন তথ্য উঠে এলো।

দ্য ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সমুদ্র বিষয়ক এই বিজ্ঞানী ১০ বছর আগে থেকে ধারণা করছিলেন, ৮২০০ থেকে ৮৪০০ মিটার গভীরে মাছ মিলতে পারে। দশক ধরে বিশ্বজুড়ে অনুসন্ধানের পর সেই ধারণাই সত্যি হলো।

২০১৭ সালে মারিয়ানা খাতে ৮ হাজার ১৭৮ মিটার গভীরে স্নেইলফিশ দেখা গিয়েছিল উল্লেখ করে গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যালান জেমিসন বিবিসিকে বলেন, আগের চাইতে ১৫৮ মিটার গভীর মাছের বিচরণ দেখা গেছে।

এর আগে, ২০১৭ সালে ৮ হাজার ১৭৮ মিটার গভীরে একই ধরনের মাছের সন্ধান পাওয়া গিয়েছিল। সেটা ছিল মারিয়ানা ট্রেঞ্চে। সারা বিশ্বে স্নেলফিশের তিন শতাধিক প্রজাতি পাওয়া যায়। তবে এর অধিকাংশই অগভীর জলে বাস করে। শারীরিক গঠনের কারণেই এই মাছ সমুদের গভীরে এত চাপ থাকার পরও বাস করতে পারে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(226 বার পঠিত)
(203 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]