শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হালান্ডের চার গোলে ম্যানসিটির বড় জয়

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৫ মে ২০২৪ | প্রিন্ট

হালান্ডের চার গোলে ম্যানসিটির বড় জয়

বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছিল আর্সেনাল। ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ছিল ৪ পয়েন্টের। তবে ঘণ্টা তিনেকের মধ্যে সেটা কমিয়ে ১ করলো সিটি। ঘরের মাঠে উলভসের বিপক্ষে আর্লিং হালান্ডের হ্যাটট্রিকসহ চার গোলে বড় জয় পেয়েছে সিটিজেনরা।

হালান্ডের এমন ছন্দে থাকার দিনে ম্যানসিটি ম্যাচটি জিতেছে ৫-১ গোলের ব্যবধানে। সিটির হয়ে অন্য গোলটি করেছেন দলটির আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ। খেলার ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন হালান্ড। ৩৫ মিনিটে রদ্রির বাড়িয়ে দেওয়া বল থেকে সোজা উলভসের জালে জড়ান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফের পেনাল্টি পায় সিটি। আবারও স্পট কিক থেকে গোল করে ব্যবধান তিনগুণ করেন হালান্ড। বিরতির আগেই হ্যাটট্রিক করে সিটির জয় নিশ্চিত করে ফেলেন এ স্ট্রাইকার। গত মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর এটি প্রিমিয়ার লিগে হালান্ডের ষষ্ঠ হ্যাটট্রিক।

এর মাধ্যমে লুইস সুয়ারেজের পাশে বসেছেন হালান্ড। প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলিয়ে এটি তার ২১তম হ্যাটট্রিক। দ্বিতীয়ার্ধের শুরুতে দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড হাং হি-চানের গোলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগিয়েছিল উলভসরা। কিন্তু হালান্ডের আরও এক গোলে স্তব্ধ হয়ে যায় সফরকারীরা।

ইংলিশ ফরোয়ার্ড ফিল ফোডেনের উঁচু করে বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান হালান্ড। চার গোল করার পর হালান্ডকে ৮২ মিনিটে তুলে নেন পেপ গার্দিওলা। তার বদলে মাঠে নামেন আলভারেজ। আর মাঠে নামার দুই মিনিটের মাথায় গোল পেয়ে যান আর্জেন্টিয়ান এই তারকা।

শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি। প্রিমিয়ার লিগে এখন ৩৬ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]