শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে রং-চালের কুড়া দিয়ে মসলা তৈরি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ফেনীতে রং-চালের কুড়া দিয়ে মসলা তৈরি

ফেনীতে চালের খুদ ও ধানের কুঁড়ায় ক্ষতিকর রাসায়নিক রং দিয়ে তৈরি হচ্ছে হলুদ ও মরিচসহ বিভিন্ন মসলা।

বুধবার রাতে ফেনী শহরের একটি কারখানায় অভিযান চালিয়ে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা এমন দেড় হাজার কেজি ভেজাল মসলা জব্দ করেছে। এ সময় মো. সাঈদ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত মো. সাঈদ হোসেন ফেনীর সোনাগাজী ছাড়াইতকান্দি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কিছু লোক ফেনী শহরের তাকিয়া রোডের রামপুর শিশু একাডেমি সংলগ্ন বিসমিল্লাহ মিলে ভেজাল মশলা তৈরি করছে। এ খবরে বুধবার রাত সোয়া ১২টার দিকে অভিযান চালিয়ে একজনকে আটক করে র‌্যাব। এ সময় মসলা মিল ঘরে তল্লাশী করে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তায় ভেজাল রং ও খুদ মিশ্রিত হলুদ-মরিচের ১৫০০ কেজি গুড়া উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল মসলা তৈরির বিষয়টি স্বীকার করেছেন আটককৃত সাঈদ।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত সাঈদকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]