বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাইওয়ানের সঙ্গে যুদ্ধে মুখিয়ে আছে চীন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

তাইওয়ানের সঙ্গে যুদ্ধে মুখিয়ে আছে চীন

কয়েকদিন যাবৎ তাইওয়ান ও চীনের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। এই সামরিক মহড়ায় চীনকে অনেক আগ্রসী ও আক্রমণাত্বক মনে হয়েছে। তাইওয়ানের সঙ্গে যুদ্ধে মুখিয়ে আছে চীনের সেনারা।

মহড়ার ইতি টানতেই বেইজিংয়ের বক্তব্য, ‘সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত। যেকোনো সময়।’ এদিকে মহড়া শেষে সেনাদের ব্যারাকে ফেরার আগেই যুদ্ধ মেজাজে নতুন করে উসকানি ছড়াল যুক্তরাষ্ট্র। সোমবারই চীনের নাকের ডগায়-দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ ইউএসএস মিলিয়াস গাইডেড পাঠাল পেন্টাগন।

মূলত স্বশাসিত দ্বীপটিকে শক্তি দেখাতেই এই মহড়া। হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের গত সপ্তাহে মার্কিন স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকের পরদিনই মহড়ার আড়ালে এ রণহুঙ্কার ছাড়ল বেইজিং।

তাইওয়ান প্রণালীর এ যুদ্ধ ডামাডোলের মধ্যেই দক্ষিণ চীন সাগরে ইউএসএস মিলিয়াস গাইডেড নামে একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ান থেকে প্রায় ১,৩০০ কিলোমিটার (৮০০ মাইল) দূরে স্ট্র্যাটলি দ্বীপপুঞ্জের কাছে চলে এসেছে।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জলসীমায় অপারেশনের এই স্বাধীনতা আমাদের সমুদ্রের অধিকার, স্বাধীনতা এবং আইনের যথাযথ ব্যবহারকে সমুন্নত রেখেছে। উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েনের নিন্দা জানিয়েছে চীন। বলা হয়েছে জাহাজটি চীনের আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(221 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]