মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ার আমরাইদ বাজার ইজারার শর্ত ভেঙে খাজনা আদায়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধ :   |   বুধবার, ০১ মে ২০২৪ | প্রিন্ট

কাপাসিয়ার আমরাইদ বাজার ইজারার শর্ত ভেঙে খাজনা আদায়ের অভিযোগ

সারাদেশের বৃহৎ পাঁচটি গরু ছাগলের হাটের মধ্যে অন্যতম একটি গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারের ইজারাদার শর্ত পূরণে ব্যর্থ হয়ে অনিয়মের মাধ্যমে বাজারের খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ওই ইজারাদার দরপত্রের শর্ত অনুযায়ী তার নাম ঘোষণার পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাটসহ ৬ কোটি ৬০ লাখ টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় গত সোমবার স্থানীয় ব্যবসায়ী তৌকির সিকদার গাজীপুরের জেলা প্রশাসকের কাছে পুনরায় দরপত্রের আবেদন জানিয়েছেন। তাছাড়া ওই ইজারাদার তার লোকজনের মাধ্যমে খাস কালেকশনের রশিদ ব্যবহার করে ইজারার টাকা আদায় করছেন বলেও প্রমাণ পাওয়া গেছে। ওই বাজারের একাধিক ব্যবসায়ী জানান, চলতি বছরের ১৩ মার্চ ১৪৩১ বাংলা সনের জন্য তিনজন দরপত্র দাতার মধ্যে আগামী এক বছরের জন্য উপজেলার আমরাইদ বাজারটি সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় ব্যবসায়ী মো:মজিবুর রহমান কে ৫ কোটি ২৮ লাখ টাকায় ইজারা দেওয়া হয়।১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাটসহ যার সর্বমোট মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। গত ১৯ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত দরপত্রের ৩ নং শর্ত অনুযায়ী সর্বোচ্চ দরদাতার নাম ঘোষণার পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে আয়কর ও ভ্যাটসহ সম্পূর্ণ টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে জামানতের টাকা বাজেয়াপ্ত করে পুনরায় দরপত্রের শর্তারোপ করা হয়েছিল। ওই ইজারাদার সে শর্ত পূরণে ব্যর্থ হয়ে ১৮ মার্চ গাজীপুরের জেলা প্রশাসকের কাছে ৯০ দিনের সময়ের আবেদন করেছিলেন। কিন্তু জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক ফারজানা আক্তার লাবণী স্বাক্ষরিত গত ২১ এপ্রিল ওই ইজারাদারকে পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধের নির্দেশ দেন।কিন্তু ওই সময়ের মাঝে ও ইজারাদার প্রায় চার কোটি পরিশোধ করে বাকি টাকা পরিশোধে ব্যর্থ হয়েছেন। পরে গত ২৩ এপ্রিলে সরকারি লোক দিয়ে খাস কালেকশন করা হলেও মঙ্গলবার খাস কালেকশনের রশিদ ব্যবহার করে ওই ইজারাদারের লোকজন খাজনা আদায় করেছেন। তাছাড়া প্রতিটি গরু,ছাগল ও মহিষ ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে গত বছরের তুলনায় তিন থেকে পাঁচশত টাকা অতিরিক্ত আদায় করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভাসমান দোকানী ও ফলমূল বিক্রেতাদের কাছ থেকে ও অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে ইজারাদার মো: মজিবুর রহমান জানান, তিনি সম্পূর্ণ টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আদালতে সময় চেয়ে একটি আবেদন করেছেন। আগামী ১৯ মে সুপ্রিম কোটে এর শোনানির দিন ধার্য করেছেন। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নিজের লোক দিয়েই ইজারা আদায় করছেন। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান জানান, হাট বাজার ইজারা বিষয়ক কমিটির প্রধান হচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। কিন্তু ১ম ধাপে কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণার কারণে তার সাথে সভা করতে না পারায় এবং আদালতে একটি মামলা চলমান থাকায় ওই ইজারাদার খাজনা আদায় করছেন। অচিরেই বিষয়টি সমাধান হবে বলে আশা করছেন তিনি। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]