বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাবের সুবিধার জন্য সহজে পেলেও আইপিএলে মেলে না এনওসি!

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ মে ২০২৪ | প্রিন্ট

ক্লাবের সুবিধার জন্য সহজে পেলেও আইপিএলে মেলে না এনওসি!

চট্টগ্রামে জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে টি-২০ সি‌রি‌জের প্রস্তু‌তি নিচ্ছে বাংলাদেশ দল। সেটা বাদ দিয়ে বি‌কেএস‌পি‌তে ডিপিএলের ৫০ ওভারের ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ, তানজিম সাকিব, আফিফ ও তানভীর। একদিকে জাতীয় দল থেকে তাদেরকে নিয়ে আসা, অন্যদিকে আইপিএল থে‌কে মুস্তাফিজকে মাঝপ‌থে ডে‌কে আনা হ‌চ্ছে।

শুধু নিজেদের সুবিধার জন্য যেন নিজেদের দুটি রূপ দেখালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তারা। যদিও বিশেষ সুবিধা দেওয়ায় টিম ম্যানেজম্যান্ট ও নির্বাচকদের ধন্যবাদ দিয়েছেন আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন।

এক সা‌কি‌বের ব‌লে আউট হয়েছেন আরেক সা‌কিব। জিম্বাবু‌য়ের বিপ‌ক্ষে সা‌কিব আল হাসান প্রথম তিন ম্যাচ না খে‌লে শেখ জামা‌লের হ‌য়ে প্রিমিয়ার লিগ খেল‌বেন, এটা সবাই জানে। কিন্তু জাতীয় দ‌লের ক্যাম্প ছে‌ড়ে কীভা‌বে আবাহনীর হ‌য়ে খেলেছেন তান‌জিম সা‌কিব?

শুধু তানজিম সাকিব নন, জাতীয় দলের স্কোয়াডে থাকা আফিফ হোসেন ও তানভীর ইসলামও আবাহনীর জন্য খেলেছেন। আর চট্টগ্রাম ছে‌ড়ে বি‌কেএস‌পির আরেক মা‌ঠে শাইনপুকুরের বিপ‌ক্ষে খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

জানা গে‌ছে, টিম ম্যানেজম্যান্ট থেকে ছাড়পত্র নি‌য়ে খেল‌তে এসে‌ছেন চার ক্রিকেটার। অথচ সোমবারও এ ব্যাপারে কিছু জান‌তেন না আবাহনী কোচ খা‌লেদ মাহমুদ।

দুদিন বাদেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-২০। সাম‌নে আছে বিশ্বকাপ। প্রশ্ন উঠ‌ছে, জাতীয় দ‌ল বাদ দিয়ে কেন ক্রিকেটারদের ওয়ার্কলোড বা‌ড়ি‌য়ে দেওয়া?

আবার আইপিএল খেলা মুস্তাফিজের ক্ষে‌ত্রে বি‌সি‌বির ভাবনা উল্টো। জাতীয় দ‌লের জন্য ফিজ‌কে ফি‌রি‌য়ে আনা হ‌চ্ছে। অথচ টি-২০ সিরিজের আগে ৫০ ওভা‌রের ম্যাচ খেল‌ছে জাতীয় দ‌লের চার ক্রিকেটার। কার স্বা‌র্থে এমন অদ্ভূত সিদ্ধান্ত? উত্তরটা জানা থাকলেও কিছু করার কী আছে?

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]