শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুট্টা চাষে ঝুঁঁকছেন চাষিরা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ভুট্টা চাষে ঝুঁঁকছেন চাষিরা

সরকারিভাবে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ, উৎপাদন খরচ কম, দাম ভালো ও চাহিদা বেশি থাকায় শেরপুরের ঝিনাইগাতীতে ভুট্টা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এ উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে ভুট্টা চাষ অনেকটা বেশিই হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় অন্য বছরের তুলনায় ফলনে আশানুরূপ সাফল্য পাবে বলে চাষিরা আশা করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভুট্টা চাষের জন্য ১৮০ জন চাষিকে সরকারিভাবে বিনামূল্যে কৃষি প্রণোদনা দেওয়া হয়েছে। এবার এ উপজেলায় প্রায় ৬০০ জন চাষি ১৩০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছেন। এর আগে গত বছর এ উপজেলায় ৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল।

রামেরকুড়া এলাকার চাষি শফিকুল ইসলাম বলেন, কৃষি বিভাগের সহযোগিতায় ৫০ শতক জমিতে জমিতে উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ করেছি। উপজেলা থেকে সার্বিক সহযোগিতায় গত বছরের থেকে চলতি বছর ব্যাপক লাভের আশা করছি।

চাষি সাদ্দাম মণ্ডল বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার সবকিছুর খরচ বেড়েছে। তবে গতবার ভাইরাসের কারণে অনেক ভুট্টা গাছের ক্ষতি হয়েছিল। আশা করছি এবছর সবমিলিয়ে খরচ কিছুটা বাড়লেও বেশি হলেও লাভবান বেশি হবো।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার বলেন, কৃষি প্রণোদনা বিতরণ, অনুকূল আবহাওয়া, কম খরচে বেশি ফলন, অন্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ভুট্টা চাষে সহায়তা অব্যাহত থাকায় উৎপাদনও বেড়েছে।

তিনি আরো বলেন, এ উপজেলায় একসময় ভুট্টা চাষ খুব একটা বেশি দেখা যেত না, কিন্তু এবার উপজেলার বেশ কিছু ফসলের মাঠে ভুট্টার চাষের দেখা মেলে। গত বছর উপজেলায় মাত্র ৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল। এ বছর চাষ হয়েছে ১৩০ হেক্টর জমিতে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ১২ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]