বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে আট ব্যাংকের লাইসেন্স বাতিল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

ভারতে আট ব্যাংকের লাইসেন্স বাতিল

নিয়ম না মানার কারণে ভারতে ২০২২-২০২৩ আর্থিক বছরে আটটি ব্যাংকের লাইসেন্স বাতিল এবং ১১৪টি ব্যাংককে জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল এই ব্যাংকগুলো।

লাইসেন্স বাতিল করা আট ব্যাংকের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো মুধল কো-অপারেটিভ ব্যাংক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাংক, রুপি কো-অপারেটিভ ব্যাংক, ডেকান কো-অপারেটিভ ব্যাংক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংক এবং বাবাজি ডেট মহিলা আরবান ব্যাংক।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) পক্ষ থেকে বলা হয়েছে,  পর্যাপ্ত মূলধনের অভাব, নিয়ন্ত্রক আইনের অধীনে সংবিধিবদ্ধ নিয়মগুলো মেনে চলতে ব্যর্থতা এবং ভবিষ্যতে উপার্জনের সম্ভাবনার অভাবের কারণে এই ব্যাংকগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে।

আগের আর্থিক বছরে আরবিআই একইভাবে ১২টি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল। পাশাপাশি ১১৪টি ব্যাংককে ৫০ হাজার রুপি থেকে শুরু করে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানাও করা হয়েছিল সেবার। কিন্তু জরিমানা পরিশোধ করেও এর মধ্যে আটটি ব্যাংকে নিজের কার্যক্রমে বদল আনতে পারেনি। আর তাই ২০২২-২০২৩ আর্থিক বছরে ওই আট ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলো।

আরবিআই জানিয়েছে, ব্যাংকগুলোকে প্রথমে জরিমানা আরোপের মাধ্যমে সতর্ক করা হয়। এরপরও যদি নিয়ম না মানে তখন লাইসেন্স বাতিল করা হয়।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল হলে সেখানকার গ্রাহকরা ব্যাংক থেকে ৫ লাখ রুপি পর্যন্ত তুলতে পারবেন। অর্থের পরিমাণ এর চেয়ে বেশি হলে তা তোলা খুবই কঠিন। অন্যদিকে, কোনো ব্যাংককে জরিমানা করা হলে সেক্ষেত্রে গ্রাহকদের ওপর কোনো প্রভাব পড়ে না। গ্রাহকরা আগের মতোই টাকা জমা করা কিংবা তুলতে পারেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(221 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]