মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

রোববার স্থানীয় কৌঁসুলি লামিনে কাবোরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

নিকটবর্তী শহর ওয়াহিগুয়ার পুলিশের বরাত দিয়ে লামিন কাবোরে বলেন, মালির সীমান্তবর্তী এলাকায় হামলার তদন্ত শুরু করা হয়েছে। আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গি গোষ্ঠীগুলোর এই অঞ্চলে ব্যাপক প্রভাব রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গি গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে একের পর এক হামলা চালিয়ে আসছে। কাবোরের বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২২ সাল থেকে দেশটিতে সাধারণ নাগরিকদের ওপর হামলা বেড়েছে। দেশটির সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক সশস্ত্র বাহিনী দেশজুড়ে ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরও এ ধরনের হামলা থামেনি।

বুরকিনা ফাসো সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ এপ্রিল ওয়াহিগুয়ার কাছে একই এলাকায় সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীর ওপর অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪০ জন নিহত ও ৩৩ জন আহত হয়। এই অঞ্চলে অস্থিতিশীলতা মূলত মালি থেকে শুরু হয়েছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২২ অপরাহ্ণ | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(228 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]