রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ নিশ্চিত করতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ মে ২০২৪ | প্রিন্ট

সিরিজ নিশ্চিত করতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টি-২০ খেলতে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।

প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়েকে যথাক্রমে ৮ এবং ৬ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

সহজ জয় পেলেও বাংলাদেশ ব্যাটারদের ফর্ম নিয়ে উদ্বেগ আছে। প্রথম ম্যাচে ৪৭ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অভিষিক্ত তানজিদ হাসান তামিম। কিন্তু ঐ ইনিংস খেলার পথে তিনবার জীবন পান ওপেনার তানজিদ।

দ্বিতীয় ম্যাচে তানজিদসহ টপ অর্ডারের তিন ব্যাটারই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। তারপরও মিডল অর্ডারে তাওহিদ হৃদয় এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।

দুই ম্যাচে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন হৃদয়। টপ এবং মিডল অর্ডার ব্যাটারদের সাথে জুটি গড়েছেন তিনি। স্ট্রাইক রেট ধরে রেখে ব্যাট হাতে ধারাবাহিক ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত তারকা।

দুুই ম্যাচেই বৃষ্টির কারণে বেশ কয়েকবার খেলা বন্ধ রাখতে হয়েছে। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে এগিয়ে থাকলেও দ্বিতীয়টিতে ২ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে পুনরায় খেলা শুরু না হলে ১৩৯ রানের টার্গেট পেয়েও পরাজয় বরণ করতে হতো বাংলাদেশকে।

দ্বিতীয় ম্যাচে জয়ী হয়ে সংক্ষিপ্ত ভার্সনে জিম্বাবুয়ের বিপক্ষে ২২ ম্যাচের মধ্যে ১৫তম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে মাত্র সাতটিতে পরাজিত হয়েছে টাইগাররা।

সিরিজ বাঁচিয়ে রাখতে আগামীকাল তৃতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই জিম্বাবুয়ের সামনে। প্রথম দুই ম্যাচে সফরকারী দলের ব্যাটাররা যারপরনাই ব্যর্থ। প্রথম ম্যাচে পাঁচ রানের ব্যবধানে ছয় উইকেট হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে ছয় রানের ব্যবধানে হারিয়েছে তিন উইকেট।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসা

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ মে ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]