বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনের ভারতীয় অংশে মধু নিতে গিয়ে ৫ বাংলাদেশি এখন জেলে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

সুন্দরবনের ভারতীয় অংশে মধু নিতে গিয়ে ৫ বাংলাদেশি এখন জেলে

সুন্দরবনের ভারতীয় অংশে মধু নিতে গিয়ে ভারতীয় বনদপ্তরের হাতে আটক হয়েছে পাঁচ বাংলাদেশি নাগরিক। পরে তাদেরকে পুলিশ হেফাজতে এনে গ্রেপ্তার দেখানো হয়। রোববার তাদেরকে কলকাতার আলিপুর আদালতে তোলা হয়। আদালত তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দেন।

এ ব্যাপারে ক্যানিং মহকুমার পুলিশ কর্মকর্তা (এসডিপিও) দিবাকর দাস জানান, কোনোরকম বৈধ ট্রাভেল ডকুমেন্টস ছাড়াই ভারতীয় সীমায় ঢুকে পড়েন তারা। তাদের উদ্দেশ্য ছিল আমাদের সুন্দরবন অঞ্চলের মধু সংগ্রহ করে আবার নিজের দেশে পালিয়ে যাওয়া।

তিনি বলেন, গ্রেপ্তার পাঁচজনের কাছে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের বা মধু সংগ্রহ করার কোনোরকম সরকারি অনুমতিপত্র ছিল না। যে বোটে করে তারা এসেছিল সেই বোটটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে চারটি ড্রামভর্তি মধু জব্দ করা হয়েছে।

গত ৭ এপ্রিল থেকে সুন্দরবনের জঙ্গলে শুরু হয়েছে মধু সংগ্রহের কাজ। ১৫ দিনের বৈধ অনুমতি নিয়েই ৭৫ দলে ভাগ হয়ে বসিরহাট রেঞ্জ ও সজনেখালি রেঞ্জ অফিস থেকে মোট ৫৭৬ জন মৌয়াল জঙ্গলে ঢুকেছেন মধু সংগ্রহের জন্য। আর মধু সংগ্রহ শুরু হতেই সুন্দরবনের ভারতীয় অংশে শুরু হয়েছে বাংলাদেশিদের উৎপাত।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৪ অপরাহ্ণ | সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(228 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]