রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন স্ট্রিমিং নিয়ন্ত্রণে কানাডায় নতুন আইন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাটাই হাতের মুঠোয় রাখতে নতুন আইন পাস করেছে কানাডা। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেটে এ আইন পাস হয়। এতে দেশটিতে নেটফ্লিক্স ও স্পটিফাইয়ের মতো স্ট্রিমিং কোম্পানিগুলোকে তাদের আয়ের ৩০ ভাগ কানাডিয়ান কনটেন্টের প্রচার-প্রসারের জন্য খরচ করতে হবে।

আইনটি ডিজিটাল মিডিয়া কোম্পানির ওপর কানাডিয়ান রেডিও-টেলিভিশন ও টেলিকমিউনিকেশন কমিশন এবং কানাডার সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থাকে ক্ষমতা অর্পণ করল। আইন লঙ্ঘন করলে ডিজিটাল মিডিয়া কোম্পানিকে জরিমানাও করতে পারবে তারা। তবে আইনটি স্বাধীন কনটেন্ট নির্মাতাদের নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে করা হয়নি বলে জানিয়েছে কানাডার সরকার। খবর- সিবিসির।

আইনে বিশেষভাবে বলা হয়েছে, এসব অনলাইন প্ল্যাটফর্ম কানাডিয়ান প্রোগ্রামকে সরকারি ও আদিবাসী ভাষায় স্পষ্টভাবে প্রচার ও রিকমান্ড করে থাকবে।

কানাডার সরকার বলছে, প্রচলিত সম্প্রচারকারীরাও অনলাইন মাধ্যমে সম্প্রচারে গেলে এই আইন মেনে চলবে। সম্প্রচারকরা কানাডিয়ান কনটেন্টকে সাপোর্ট করতে তাদের আয়ের কমপক্ষে ৩০ শতাংশ খরচ করবেন।

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের ব্যাপক প্রভাবের কথা উল্লেখ করে সরকারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলো ভোক্তার অভ্যাস ও সংস্কৃতির ওপর প্রভাব বিস্তার করছে, এমনকি গ্রাস করছে। তাই আমাদের সিস্টেম আপডেট করার সময় এসে গেছে।

কনজারভেটিভরা অবশ্য এই আইনকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ বলে মন্তব্য করেছে। এই আইনের প্রভাব যাদের ওপর পড়বে সেসব কোম্পানিগুলোও এর সমালোচনা করেছে। অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক মনে করছে, এর প্রভাব পড়তে পারে টিকটক ব্যবহারকারীদের ওপর। তবে কানাডার সরকার এর আগে বলেছে, ব্যবহারকারীদের ওপর এই আইন প্রভাব ফেলবে না।

গুগল ও ইউটিউব এই আইনের বিরুদ্ধে প্রচারণা শুরু করেছে। তারাও বলছে, এটি ব্যবহারকারীদের ওপর নেতিবাচকভাবে প্রভাব ফেলবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে হাউস অব কমন্সে সি-১১ বিলটি উত্থাপন করা হয়। পরে এ নিয়ে ব্যাপক বিতর্ক ও আলোচনা-সমালোচনা হয়। প্রায় এক বছর পরে সিনেট এটি সংশোধন করে হাউস অব কমন্সে ফেরত পাঠায়। হাউস বেশিরভাগ সংশোধনী গ্রহণ করে। দীর্ঘ বিতর্কের পরে স্থানীয় সময় বৃহস্পতিবার এই অনলাইন স্ট্রিমিং আইন সিনেটে পাস হয়।

বিল উত্থাপনের পর সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে যে বিষয়গুলো নিয়ে তা হলো, অনলাইন প্ল্যাটফর্মের সাধারণ ব্যবহারকারীর তৈরি কনটেন্ট, যেমন- পডকাস্ট ও অনলাইন ভিডিওর ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে কি না। তবে সরকার জোর দিয়ে বলেছে, আইনটি স্বাধীন কনটেন্ট নির্মাতাদের নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে করা হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(223 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]