সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়াকে সতর্কবার্তা দিল কিমের বোন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

কয়েকদিন আগে উত্তর কোরিয়াকে চাপে রাখতে সামরিক মহড়া চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এবার উত্তর কোরিয়াকে ঠেকাতে জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জোট করেছে ভবিষ্যতে গুরুতর বিপদ ডেকে আনতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএকে কিম ইয়ো জং বলেন, ‘আত্মরক্ষার অধিকার সবারই আছে। শত্রুরা পারমাণবিক যুদ্ধের জন্য যত প্রস্তুত হবে, কোরিয়া উপদ্বীপের আশেপাশে যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে— আমাদের আত্মরক্ষার প্রস্তুতিও আরো জোরদার করা হবে।’

গত এক বছর ধরে কোরিয়া সাগরে একের পর এক স্বল্প-মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ছে উত্তর কোরিয়া। এর জেরে সৃষ্ট জাতীয় নিরাপত্তাজনিত চাপ মোকাবিলায় সহযোগিতা চাইতে গত ২৫ এপ্রিল এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল। রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর করেন তারা।

চুক্তির শর্ত অনুযায়ী দক্ষিণ কোরিয়ার জলসীমায় পরমাণু অস্ত্র সজ্জিত সাবমেরিন মোতায়েন রাখবে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার জন্য যদি কোনো পরমাণু অস্ত্র তৈরির প্রকল্প গ্রহণ করে দেশটি, সেক্ষেত্রে দক্ষিণ কোরিয়াকে তাতে যুক্ত করা হবে। বিনিময়ে দক্ষিণ কোরিয়া নিজস্ব উদ্যোগে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতি দেন ইয়ুন সুক ইয়োল।

কেসিএনএকে কিম ইয়ো জং বলেন, ‘উত্তরপূর্ব এশিয়া অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষার নামে যদি সত্যি তারা (যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া) এ ধরনের (পারমাণু অস্ত্র সংক্রান্ত) কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় গুরুতর বিপদ দেখা দেবে। এবং এই বিপজ্জনক পদক্ষেপের দায় তাদেরকেই নিতে হবে।’

সূত্র: কেসিএনএ

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(226 বার পঠিত)
(203 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]