সোমবার ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরেপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট

মেহেরেপুরে ২ মাদকসেবীর কারাদণ্ড

মেহেরেপুরের গাংনীতে মাদক সেবন করায় রনি রোজারিওকে ১৫ দিন এবং সাগর রোজারিওকে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে গাংনী পৌর সভার চৌগাছা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত রনি রোজারিও গাংনী পৌর সভার চৌগাছা গ্রামের বিমল রোজারিও’র ছেলে এবং সাগর রোজারিও একই এলাকার ক্লেমেট রোজারিও’র ছেলে।

এর আগে, একইদিন দুপুর ১২টার দিকে ঐ দুই মাদকসেবী চৌগাছা গ্রামের একটি আমবাগানে বসে গাঁজা সেবনরত অবস্থায় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক হন। এ সময় তাদের কাছে ১০ গ্রাম করে গাঁজা উদ্ধার হয়। আটকের সময় গাঁজা সেবন করে তারা বিরক্তিকর আচরণ করছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(৫) ধারায় আসামি রনি রোজারিওকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া আসামি সাগর রোজারিওকে একই আইনে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]