শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ করতে সাড়ে ৮ হাজার কিলোমিটার হেঁটে মক্কায় গেলেন যুবক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১১ জুন ২০২৩ | প্রিন্ট

হজ করতে সাড়ে ৮ হাজার কিলোমিটার হেঁটে মক্কায় গেলেন যুবক

পবিত্র হজে অংশ নিতে পায়ে হেঁটে ভারত থেকে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন ভারতীয় এক যুবক। যদিও এভাবে সৌদি আরবের মক্কায় পৌঁছাতে এক বছরেরও বেশি সময় লেগেছে তার। এই যাত্রার জন্য সাড়ে আট হাজারের বেশি পথ পাড়ি দিয়েছেন তিনি।

ভারতের কেরালা রাজ্যের যুবক শিহাব ছোটু তার হজ যাত্রায় ৩৭০ দিনে মোট ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। পাকিস্তানসহ চার দেশ পেরিয়ে পৌঁছেছেন সৌদি আরবের মক্কায়, পবিত্র তীর্থক্ষেত্রে।

সম্প্রতি কেরালার এই যুবকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা দেখে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, শিহাবের এই কীর্তির জেরে আরব দেশেও রীতিমতো হইচই পড়ে যায়।

ভারতের দক্ষিণের রাজ্য কেরালার মালাপ্পুরম জেলার ভ্যালানচেরির বাসিন্দা শিহাব গত বছরের ২ জুন পবিত্র হজ যাত্রার জন্য মক্কার উদ্দেশ্য রওনা হন। এক বছর পর চলতি জুন মাসের শুরুর দিকে সেখানে পৌঁছান তিনি। পবিত্র এই তীর্থযাত্রার জন্য পায়ে হেঁটে প্রায় ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। সেখানে পৌঁছাতে ৩৭০ দিন সময় লেগেছে তার।

পায়ে হেঁটে মক্কা যেতে শিহাব প্রথমে উত্তর ভারত হয়ে পাকিস্তান পৌঁছান। সেখান থেকে ইরান যান তিনি। এরপর রাজধানী তেহরান হয়ে ইরাকে পা দেন। ইরাক থেকেই কুয়েত চলে আসেন ওই যুবক। চলতি বছরের মে মাসের দ্বিতীয় সপ্তাহে কুয়েত ও সৌদি আরবের সীমান্তে পৌঁছান শিহাব।

সৌদি আরবে ঢোকার পর প্রথমে মদিনায় চলে যান তিনি। সেখানে ২১ দিন থাকার পর মক্কার দিকে রওনা হন তিনি। মদিনা ও মক্কার মধ্য়ে দূরত্ব প্রায় ৪৪০ কিলোমিটার। এই দূরত্ব পেরোতে তার সময় লাগে ৯ দিন।

চলতি বছরে মক্কায় হজ করতে গেছেন শিহাবের মা জাইনাবাও। তবে ছেলের মতো পায়ে হেঁটে যাননি তিনি। মদিনা থেকে মক্কায় পৌঁছে মায়ের সঙ্গে দেখা করেন শিহাব।

কেরালাবাসী এই যুবকের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে প্রতিদিন নিজের এই দীর্ঘ যাত্রাপথের বর্ণনা দিয়েছেন শিহাব। প্রতিদিন যাত্রা শেষ করার পর নিজের চ্যানেলে বিবরণ দিতেন তিনি।

নিজের ঐতিহাসিক হজযাত্রা নিয়ে শিহাব বলেন, ‘মালাপ্পুরম থেকে রওনা হয়ে একের পর এক রাজ্য পেরিয়ে ওয়াঘা সীমান্তে পৌঁছাই। ওখান থেকে পাকিস্তানে ঢুকতে গিয়েছিলাম। কিন্তু অভিবাসন দফতরের তরফে আমাকে বাধা দেয়া হয়। কারণ আমার কাছে বৈধ ভিসা ছিল না।

এর পর ট্রানজিট ভিসা নিয়ে পাকিস্তানে ঢোকেন তিনি। এর জন্য প্রায় এক মাস অপেক্ষা করতে হয় তাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে ঢোকেন শিহাব। এরপর মক্কা পৌঁছতে আরও চারমাস সময় লেগেছে তার। তার ঐতিহাসিক হজযাত্রার খবর ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে সবিস্তারে উঠে এসেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Facebook Comments Box
advertisement

Posted ২:৪০ পূর্বাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(230 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]