শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৬

ইউক্রেনের ক্রিভি রিহ-তে রুশ মিশাইল হামলায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। অঞ্চলটির মেয়র এ তথ্য নিশ্চিত করছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওলেক্সান্ডার ভিলকুল বলেন, ‘দুর্ভাগ্যবশত, ইতিমধ্যে ছয়জন মারা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর আগে এই হামলায় অনন্ত তিনজন নিহত হয়েছে বলে জানায় দেশটির আঞ্চলিক।

ক্রিভি রিহ-এর আঞ্চলিক গভর্নর রাশিয়ার হামলায় তিনজন নিহত ও ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সের্হি লিসাক জানান, একটি পাঁচ তলা বিল্ডিং এখনো আগুনে আচ্ছন্ন এবং ধ্বংসস্তূপের নিচে আরো বেশি লোক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোরে ক্রিভি রিহ শহরের একটি পাঁচতলা ভবনসহ কয়েকটি বেসামরিক স্থাপনায় আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র।

এদিকে কিয়েভকে লক্ষ্য করেও মিসাইল ও ড্রোন ছোড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে বলে দাবি করেছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। ১০ থেকে ১৫টি ক্রুইজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানের তৈরি ড্রোনও রয়েছে।

উল্লেখ্য, ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর। গত ডিসেম্বরেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায় শহরটিতে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১৫ তম মাস চলছে। তবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ানদের প্রতিহত করার জন্য পশ্চিমা সরবরাহকৃত ফায়ারপাওয়ার ব্যবহার করে পাল্টা আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে বলে দাবি করছে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(230 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]