বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে পঁচিশ সম্মুখ লড়াই

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ | প্রিন্ট

একদিনে পঁচিশ সম্মুখ লড়াই

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সোমবার জানিয়েছেন, রোববার পূর্বের দোনেৎস্ক অঞ্চলের শহর বাখমুত এবং দক্ষিণে আভদিভকা ও মেরিঙ্কার কাছে তুমুল যুদ্ধ হয়েছে। এ ছাড়া লুহানস্ক অঞ্চলের বিলোহোরিভকার কাছেও লড়াই হয়েছে।

 

ইউক্রেন দাবি করেছে, দক্ষিণ-পূর্বের আরও একটি গ্রাম উদ্ধার করেছে দেশটির সেনারা। এ নিয়ে চারটি গ্রাম উদ্ধারের দাবি করল কিয়েভ। গত রোববার কিয়েভ জানায়, জাপোরিঝিয়ার পার্শ্ববর্তী দোনেৎস্ক অঞ্চলের সীমান্তে অবস্থিত তিনটি গ্রাম উদ্ধার করা হয়েছে। অবশ্য কিছু রুশ সামরিক ব্লগার বলেছেন, মাকারিভকায় লড়াই এখনও চলছে। ইউক্রেনীয় বাহিনী ব্লাহোদাত্নে ও নেসকুচনে দখল করেছে, তা নিশ্চিত।

ইউক্রেনে জার্মানির সাতটি লেপার্ড-২ ট্যাঙ্ক ও যুক্তরাষ্ট্রের তৈরি পাঁচটি ব্র্যাডলি সামরিক যান দু’দিনে ধ্বংসের দাবি করেছে রাশিয়া। একটি ভিডিওতে দেখা গেছে, রাশিয়ার ড্রোন ইউক্রেনের ট্যাঙ্কগুলোর ওপর আঘাত হানছে। হামলার তারিখ শনাক্ত করতে না পারলেও অবস্থান শনাক্ত করা গেছে। ভিডিওটি ছিল জাপোরিঝিয়া অঞ্চলের।

এদিকে, গতকাল রাশিয়া দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে দেশের প্রতি নিষ্ঠার জন্য নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার এই কঠিন সময়ে বিশেষ অভিযানে অংশ নেওয়া সেনারা রুশ সমাজকে আরও শক্তিশালী করছে।

এদিকে খেরসনের পর এবার জাপোরিঝিয়া অঞ্চলের একটি বাঁধ উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। এমন দাবি করেছেন ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র ভ্যালেরি শেরশেন। সোমবার তিনি বলেছেন, নোভোদারিভকা গ্রামের কাছের একটি বাঁধের অবকাঠামো উড়িয়ে দিয়েছে তারা। এতে মোকরি ইয়ালি নদীর দুই পাশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

শেরশন আরও দাবি করেছেন, দখলকৃত এলাকা ইউক্রেনের অগ্রগতি ঠেকাতে রাশিয়া ইচ্ছাকৃতভাবেই ওই অঞ্চলের বাঁধ উড়িয়ে দিচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(230 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]