রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারও প্রেসক্রিপশনে নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুলাই ২০২৩ | প্রিন্ট

কারও প্রেসক্রিপশনে নয়, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: ওবায়দুল কাদের

কারও প্রেসক্রিপশনে নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিদেশি বন্ধুরা কেউ হস্তক্ষেপ করছে না, কেউ কেউ পরামর্শ দিচ্ছে। আমরা তাদের কথা ও ভালো পরামর্শগুলো শুনব। কিন্তু নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। সংবিধানই আমাদের বিধান। কারো পরামর্শ বা প্রেসক্রিপশনে এদেশে নির্বাচন হবে না। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হয়, এদেশেও সেভাবে হবে।

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বায়দুল কাদের বলেন, আমাদের গণতন্ত্র পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও পথ পাড়ি দিতে হবে। আরও ২-৩ টা নির্বাচন করতে হবে।

এসময় সেতুমন্ত্রী বলেন , মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই ত্রুটিমুক্ত নয়। আমাদের কি গণতন্ত্র শেখাবে তারা?

ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, সব বিষয়ে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। বন্ধুত্ব থাকবে, লেনদেন থাকবে। কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকতে পারে, সেটা বন্ধুত্বেরই অংশ।

বিএনপিসহ ৩৬ দলের এক দফা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন তো এখনো শুরু হয়নি। শুরু হতে হতে কয় দল কেটে পড়ে, কয় দল শেষ পর্যন্ত থাকে- সেটা অবশ্য দেখার বিষয়। আন্দোলন সফল হলে ক্ষমতার ভাগাভাগি নিয়ে এখন এই ৩৬ দলের মধ্য দরকষাকষি চলছে। এই আন্দোলনের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার বিষয়।

ওবায়দুল কাদের আরও বলেন,‘ রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তবে, এতে সহিংসতার উপাদান যুক্ত হলে উদ্ভূত পরিস্থিতি বলে দেবে করণীয় কি হবে। জনগণের জানমাল রক্ষায় আমরা মাঠে, রাজপথে সতর্ক অবস্থানে আছি। নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ কর্মসূচি আছে।’

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বে সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি সংকটে নিত্যপণ্যের সংকট- এসব বিষয়ে মনোযোগ দিতে হবে। সাধারণ মানুষের জীবন যেন স্বস্তিদায়ক হয়, সেজন্য আমাদের সহযোগিতা করতে হবে। সরকারের অগ্রাধিকার হচ্ছে, মানুষের জীবনকে স্বস্তিদায়ক করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসব বিষয় তদারকি করছেন, খোঁজখবর নিচ্ছেন।

সিন্ডিকেট নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মানুষের কষ্ট হবে, সেটা সিন্ডিকেট হোক, সেই বাধা দূর করতে হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিয়ে তাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি একসময় এটা লাগামছাড়া থাকবে না।

এ সময় চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করা ও নতুন করে কোনো প্রকল্প না নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কাদের বলেন, আমাদের গণতন্ত্র পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও পথ পাড়ি দিতে হবে। আরও ২-৩ টা নির্বাচন করতে হবে।

এসময় সেতুমন্ত্রী বলেন , মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই ত্রুটিমুক্ত নয়। আমাদের কি গণতন্ত্র শেখাবে তারা?

ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, সব বিষয়ে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। বন্ধুত্ব থাকবে, লেনদেন থাকবে। কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকতে পারে, সেটা বন্ধুত্বেরই অংশ।

বিএনপিসহ ৩৬ দলের এক দফা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন তো এখনো শুরু হয়নি। শুরু হতে হতে কয় দল কেটে পড়ে, কয় দল শেষ পর্যন্ত থাকে- সেটা অবশ্য দেখার বিষয়। আন্দোলন সফল হলে ক্ষমতার ভাগাভাগি নিয়ে এখন এই ৩৬ দলের মধ্য দরকষাকষি চলছে। এই আন্দোলনের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার বিষয়।

ওবায়দুল কাদের আরও বলেন,‘ রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তবে, এতে সহিংসতার উপাদান যুক্ত হলে উদ্ভূত পরিস্থিতি বলে দেবে করণীয় কি হবে। জনগণের জানমাল রক্ষায় আমরা মাঠে, রাজপথে সতর্ক অবস্থানে আছি। নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ কর্মসূচি আছে।’

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বে সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি সংকটে নিত্যপণ্যের সংকট- এসব বিষয়ে মনোযোগ দিতে হবে। সাধারণ মানুষের জীবন যেন স্বস্তিদায়ক হয়, সেজন্য আমাদের সহযোগিতা করতে হবে। সরকারের অগ্রাধিকার হচ্ছে, মানুষের জীবনকে স্বস্তিদায়ক করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসব বিষয় তদারকি করছেন, খোঁজখবর নিচ্ছেন।

সিন্ডিকেট নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মানুষের কষ্ট হবে, সেটা সিন্ডিকেট হোক, সেই বাধা দূর করতে হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিয়ে তাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি একসময় এটা লাগামছাড়া থাকবে না।

এ সময় চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করা ও নতুন করে কোনো প্রকল্প না নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বলেন, আমাদের গণতন্ত্র পুরোপুরি ত্রুটিমুক্ত নয়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে আরও পথ পাড়ি দিতে হবে। আরও ২-৩ টা নির্বাচন করতে হবে।

এসময় সেতুমন্ত্রী বলেন , মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রই ত্রুটিমুক্ত নয়। আমাদের কি গণতন্ত্র শেখাবে তারা?

ভিসানীতি প্রসঙ্গে তিনি বলেন, সব বিষয়ে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে। বন্ধুত্ব থাকবে, লেনদেন থাকবে। কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকতে পারে, সেটা বন্ধুত্বেরই অংশ।

বিএনপিসহ ৩৬ দলের এক দফা আন্দোলনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন তো এখনো শুরু হয়নি। শুরু হতে হতে কয় দল কেটে পড়ে, কয় দল শেষ পর্যন্ত থাকে- সেটা অবশ্য দেখার বিষয়। আন্দোলন সফল হলে ক্ষমতার ভাগাভাগি নিয়ে এখন এই ৩৬ দলের মধ্য দরকষাকষি চলছে। এই আন্দোলনের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার বিষয়।

ওবায়দুল কাদের আরও বলেন,‘ রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। তবে, এতে সহিংসতার উপাদান যুক্ত হলে উদ্ভূত পরিস্থিতি বলে দেবে করণীয় কি হবে। জনগণের জানমাল রক্ষায় আমরা মাঠে, রাজপথে সতর্ক অবস্থানে আছি। নির্বাচন পর্যন্ত শান্তি সমাবেশ কর্মসূচি আছে।’

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বে সংকটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, জ্বালানি সংকটে নিত্যপণ্যের সংকট- এসব বিষয়ে মনোযোগ দিতে হবে। সাধারণ মানুষের জীবন যেন স্বস্তিদায়ক হয়, সেজন্য আমাদের সহযোগিতা করতে হবে। সরকারের অগ্রাধিকার হচ্ছে, মানুষের জীবনকে স্বস্তিদায়ক করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসব বিষয় তদারকি করছেন, খোঁজখবর নিচ্ছেন।

সিন্ডিকেট নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মানুষের কষ্ট হবে, সেটা সিন্ডিকেট হোক, সেই বাধা দূর করতে হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ নিয়ে তাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি একসময় এটা লাগামছাড়া থাকবে না।

এ সময় চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করা ও নতুন করে কোনো প্রকল্প না নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫১ অপরাহ্ণ | রবিবার, ০২ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]