রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু শিল্পনগরে ৩০ একর জমি পাচ্ছে দুই প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট

বঙ্গবন্ধু শিল্পনগরে ৩০ একর জমি পাচ্ছে দুই প্রতিষ্ঠান

অর্থনৈতিক অঞ্চলে কেউ জমি নিয়ে শিল্পকারখানা স্থাপন না করলে জমি ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বেজার কার্যালয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এক্স সিরামিকসকে ২০ একর ও ডাইসিন অ্যাডভ্যান্স মেটারিয়ালসকে ১০ একর জমি বরাদ্দ দেওয়ার বিষয়ে এমওইউ সই হয়।

 

বেজার চেয়ারম্যান বলেন, অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ বাড়ানোর সঙ্গে পণ্যে বৈচিত্র্য আনতে হবে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে এক্স সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার বলেন, বরাদ্দ পাওয়া জমিতে ৩ কোটি ডলার বিনিয়োগে সিরামিকস শিল্প স্থাপন করা হবে, যেখানে দেড় হাজার মানুষের কর্মসংস্থান হবে। দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক টাইলস তৈরির কারখানা রয়েছে তাদের। জমি হস্তান্তরের দু-তিন বছরের মধ্যে শিল্প স্থাপনের মাধ্যমে ১০ কোটি ডলার রপ্তানির লক্ষ্য রয়েছে।

ডাইসিন অ্যাডভ্যান্স মেটারিয়ালসের ব্যবস্থাপনা পরিচালক আমানুর রহমান বলেন, এ জমিতে ১ কোটি ৩ লাখ ডলার বিনিয়োগ করে টেক্সটাইল কেমিক্যাল শিল্প স্থাপন করা হবে। দক্ষ লোকবল, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে অত্যাধুনিক ল্যাবসহ ম্যানুফাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]