শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি প্রকল্পে বুয়েটের পাশাপাশি সুযোগ পাবে অন্য প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | প্রিন্ট

সরকারি প্রকল্পে বুয়েটের পাশাপাশি সুযোগ পাবে অন্য প্রতিষ্ঠান

সরকারি প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ পাওয়ার দিক থেকে বরাবরই অগ্রাধিকার দেওয়া হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)। তবে সারাদেশে কাজের চাপ বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীলতা কমাতে ঢাকার বাইরের বিশেষায়িত অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও সরকারি কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

গত ২৯ মে মাসে সচিবালয়ে সড়ক পরিবহনসচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কাজের চাপ বাড়ছে। নতুন রাস্তা, সেতু, ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এসব কাজে পরামর্শক হিসেবে সরকারি প্রতিষ্ঠান বুয়েটের ওপর নির্ভর থাকতে হচ্ছে। এতে বুয়েটের ওপর চাপ বাড়ছে। যেকোনো কাজ দ্রুত শেষ করতে বুয়েটের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানকেও যুক্ত করা জরুরি।

সভায় বলা হয়, ঢাকার বাইরের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি তাদের কাজের মান ও সততা প্রমাণ করতে পারে, অবশ্যই তারাও সরকারি কাজ পেতে পারে। সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে সরকারি প্রকল্পে সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সাস্ট) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে (এমআইএসটি) নিয়োগ দেওয়া হবে।

এছাড়া জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টকে (বিআইএএম) দিয়ে সমীক্ষার কাজ করানো হবে। সেক্ষেত্রে এসব প্রতিষ্ঠানকে সরাসরি ক্রয় পদ্ধতিতে পরামর্শমূলক সেবা নেয়ার প্রতিষ্ঠান হিসেবে মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হবে। অঞ্চলভিত্তিক কাজের জন্য ঐ অঞ্চলে অবস্থিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে।

সভায় আরো সিদ্ধান্ত হয়, এখন থেকে সরকারি প্রকল্পে সমীক্ষার জন্য পরামর্শক নিয়োগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে নিয়োগ দেওয়া হবে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে কাজ দেওয়া হচ্ছে, সেগুলোর মান সম্পর্কে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনসচিব এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, তারাও দক্ষ। সেখানেও শিক্ষক আছেন, সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় এগুলো। প্রকল্পে যেন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা যায়, সে জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]