বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের যাতায়াতে দুটি বাস উপহার দিলো ঢাবি অ্যালামনাই

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ জুলাই ২০২৩ | প্রিন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার সুবিধার্থে অশোক লেল্যান্ডের তৈরি নতুন দুটি বাস বিশ্ববিদ্যালয়কে উপহার দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুআ)। রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে বাস দুইটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সংগঠনের প্রাক্তন সভাপতি হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ এবং স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আশরাফুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন আহমেদ, প্রচার ও জনসংযোগ সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসাইন প্রমুখ।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ও মৌলিক গবেষণার উন্নয়ন ও অগ্রগতিতে এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে অ্যালামনাইরা অবদান রেখে চলেছেন। তিনি অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়ে একটি গবেষণা তহবিল গঠনে গুরুত্বারোপ করেন। উপহারের বাস দু’টি শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

 

 

এ. কে. আজাদ বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তি কর্মসূচির মাধ্যমে ১১০০ শিক্ষার্থীকে প্রতিমাসে ২,৫০০ টাকা করে বৃত্তি প্রদান করে আসছে। বিশ্ববিদ্যালয়ের কাজে অ্যালামনাইয়ের আরও বেশি অবদান রাখার সুযোগ রয়েছে।

আনোয়ার-উল-আলম চৌধুরী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি। অ্যালামনাইয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য নিয়ে ১০০ চিত্রশিল্পী চিত্রকর্ম নিয়ে স্থায়ী আর্ট গ্যালারি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নের একত্রে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৬ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]