মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষিত জাতি গঠনে মেরুদণ্ড হিসেবে কাজ করেন শিক্ষক: দোলন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ আগস্ট ২০২৩ | প্রিন্ট

শিক্ষিত জাতি গঠনে মেরুদণ্ড হিসেবে কাজ করেন শিক্ষক: দোলন

বৈষম্যের অবসান ঘটাতে বেসরকারি শিক্ষকদের সব ন্যায়সংগত দাবির পাশে থাকার অঙ্গীকার করেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

গতকাল মঙ্গলবার কলেজের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন ‘শিক্ষকেরা দেশের মূল শক্তি’ বলে উল্লেখ করে বলেন, ‘তাদের ওপর পুরো জাতির সাফল্য নির্ভর করে।’

একটি শিক্ষিত জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করে দোলন বলেন, ‘শিক্ষিত জাতিই পারে সমাজ ও সভ্যতাকে উন্নয়নের দিকে দ্রুত এগিয়ে নিতে। আর শিক্ষিত জাতি গঠনে মেরুদণ্ড হিসেবে কাজ করেন শিক্ষক।’

‘তাই সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে যে বৈষম্য রয়েছে তার অবসান ঘটাতে শিক্ষকদের সব ন্যায়সঙ্গত দাবির পাশে আছি, থাকব’-বলেন আরিফুর রহমান দোলন।

মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। বলেন, ‘আমাদের দেখতে হবে শিক্ষার্থীরা কী করছে। তারা স্কুলে নিয়মিত আসছে কি না। নিয়মিত না আসলে তাদের খোঁজখবর নিতে হবে। তাদের অভিভাবকদের কাছে চিঠি দিতে হবে। অভিভাবক সমাবেশ করে তাদের শিক্ষার গুরুত্ব বোঝাতে হবে। কী সমস্যার কারণে তারা ক্লাসে অনুপস্থিত ছিল, সে বিষয়েও জানতে হবে।’

‘সর্বোপরি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যত ধরনের ভূমিকা নেওয়ার আছে তা নিতে হবে’- বলেন দোলন।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতার ওপরও জোর দেন আরিফুর রহমান। বলেন, ‘তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও সততার শিক্ষাও দিতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন- আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিব, গভর্নিং বডির সদস্য নূরুল ইসলাম লিটন, সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস, সহকারী অধ্যাপক সৈয়দ মেহেদী হাসান, প্রভাষক খান মারুফ সামদানী, প্রভাষক আকলিমা সুলতানা প্রমুখ।

এসময় কলেজ গভর্নিং বডির অন্যান্য সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]