বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, নারীর জরায়ু কেটে ফেলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, নারীর জরায়ু কেটে ফেলেন চিকিৎসক

কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টারে ভুয়া চিকিৎসকের মাধ্যমে সিজারে নবজাতকের মৃত্যু ও মায়ের জরায়ু কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরে হাসপাতালের চেয়ারম্যানসহ ৫ জনের নামে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন, তিতাস মেডিকেল সেন্টারে চেয়ারম্যান পিন্টু কুমার দাস, ব্যবস্থাপনা পরিচালক বশির খন্দকার, পরিচালক আওলাদ হোসেন, পরিচালক খোরশেদ আলম এবং ভুয়া চিকিৎসক তাসলিমা রেজভী লাইলী।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. তোফায়েল হোসেন।

গত ৭ আগস্ট সকালে দেবিদ্বারের পিরোজপুর গ্রামের মোশাররফ তার স্ত্রী বিথির প্রসবের ব্যথা নিয়ে কুমিল্লার তিতাস মেডিকেল সেন্টারে নিয়ে এলে হাসপাতালের দায়িত্বরত তাসলিমা রেজভী লাইলি নিজেকে গাইনি ডাক্তার পরিচয় দিয়ে রোগীকে ভর্তি করেন। দুপুরে ভুয়া চিকিৎসক তাসলিমা রেজভী ভুক্তভোগীর সিজার করেন। এ সময় ভুক্তভোগীর মৃত্যু মেয়ে নবজাতক ভূমিষ্ঠ হয়।

ভুক্তভোগী বিথির স্বামী মোশাররফ বলেন, দুপুরের দিকে ভুয়া চিকিৎসক তাসলিমা রেজভী আমাকে এসে বলে আমার মৃত্যু মেয়ে সন্তান হয়েছে। এখন বিথির অবস্থা খারাপ। তার পেটে দুটো বড় টিউমার রয়েছে জরুরি আরেকটি অপারেশন করতে হবে। এখন অপারেশন না করলে রোগীর অবস্থা খারাপ হয়ে যাবে। কথিত এই চিকিৎসক আমাকে আরও বলেন; আমার স্ত্রীর জরায়ু কেটে ফেলতে হবে। এ জন্য ২৭ হাজার টাকা নেন এবং আমার স্ত্রীর জন্য ১৬ ব্যাগ রক্ত ম্যানেজ করতে বলেন। আমি আমার স্ত্রীকে বাঁচাতে হাসপাতাল থেকে দেওয়া একটা পেপারে সাইন করি। দ্বিতীয় বার অপারেশন করে এই কথিত চিকিৎসক আমার বউয়ের জরায়ু কেটে ফেলেন। এ সময় আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হলে আমরা তাকে মডার্ন হাসপাতালে নিয়ে যাই।

তার দুইদিন পর মোশাররফ ও তার পরিবার লিখিত অভিযোগ নিয়ে জেলা সিভিল সার্জনের সঙ্গে দেখা করেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সিভিল সার্জন ডা. নাসিমা আক্তার ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। চান্দিনা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিনা আক্তারকে প্রধান করে তদন্তের রিপোর্ট ৫ দিনের মধ্যে জমা দিতে বলেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. নাসিম আক্তার বলেন, আমরা এ ঘটনা সম্পর্কে জেনে তদন্ত কমিটি গঠন করেছি। ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পাব। পরবর্তীতে আমরা দোষীদের বিচারের আওতায় নিয়ে আসব।

তবে সুষ্ঠু বিচারের দাবিতে ভুক্তভোগীর স্বামী মোশাররফ বাদী হয়ে ভুয়া চিকিৎসকসহ হাসপাতালের চেয়ারম্যান পরিচালক মোট ৫ জনের নামে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মেহনাজ রহমানের আদালতে মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী মো. তোফায়েল হোসেন জানান, মোশাররফ হোসেন বাদী হয়ে হাসপাতালে ৫ জনের নামে মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]