শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও জনসচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত

মোঃ আরাফাত খন্দকার, স্টাফ রিপোর্টার।   |   শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও জনসচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত

 গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধের জন্য র‌্যালী,বিভিন্ন দোকানে, মার্কেটে,ও রাস্তার পথচারীদের মধ্যে ডেঙ্গু সচেতনতার জন্য লিফটে বিতরণ করেছেন কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন “জানুয়ারী থেকে ডিসেম্বর-মশক নিধন বছরভর ” এই এই স্লোগান কে সামনে রেখে আজ রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটের সময় কালীগঞ্জ পৌরসভা থেকে র‌্যালী শুরু করেন। গাজীপুরের “কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালী, লিফলেট বিতরণ, মশক নিধন ও জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এস.এম রবীন হোসেন, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও স্থানীয় রাজনীতিবিদগণের উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে র‌্যালী করেন এবং পৌরবাসী, বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, ফগার মেশিন দ্বারা মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন। আমাদের প্রতিনিধিদের সাক্ষাৎকারে পৌর মেয়র এস.এম রবীন হোসেন বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। এজন্য সকলকেই সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ীর আশেপাশে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন ও ঝোপ জঙ্গল পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমরা পৌরসভার পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ সবার উপস্থিতিতে পৌরসভা থেকে র‌্যালী, লিফলেট বিতরণ ও মশক নিধনের মাধ্যমে জনগণকে সচেতন করার চেষ্টা করছি। এ বিষয়ে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপি আমাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগীতা করছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]