শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের ছয় বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন নিপা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন নিপা সরকার নামে এক গৃহবধূ। বুধবার সকাল ৮টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে যান তিনি। পরে নরমাল ডেলিভারিতে চার সন্তান প্রসব করেন।

নিপার স্বামী লিটন সরকার কুমিল্লার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা নিপা সরকার ও স্বামী লিটন সরকার দম্পতি।

তবে চিকিৎসার বলছেন, মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় শিশুরা পুষ্টিহীনতায় জন্ম নেয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় শিশু ইনকিউবেটরে রাখা হয়েছে।

প্রিমিয়ার হাসপাতালের নার্স নমিতা সরকার বলেন, হাসপাতালে আসার পর দ্রুত চিকিৎসা দেওয়া হয়। সিজারের প্রস্তুতিও নেয়া হয়েছিল। পরে নরমাল ডেলিভারি হয়। চার সন্তানের মধ্যে এক পুত্র ও তিন কন্যা সন্তান।

নিপা সরকারের জেঠি মা মুক্তা রাণী বলেন, ছয় বছর আগে পারিবারিকভাবে লিটন-নিপা দম্পতির বিয়ে হয়। কয়েকমাস যাবত শহরের ঘোষপাড়ায় নিপার বাবার বাড়িতে অবস্থান নেন নিপা।

প্রিমিয়ার হাসপাতালের চিকিৎসক মিঠুন চক্রবর্ত্তী জানান, সাত মাসের গর্ভবতী ছিলেন নিপা সরকার। দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। নরমাল ডেলিভারিতে চার সন্তান জন্ম নেয়। এখন শিশুদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের পক্ষ থেকে তাদের চিকিৎসাসেবায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ার খবরে স্বজনদের পাশাপাশি উৎসুক জনতা হাসপাতালে ভিড় করেন। নিপা-লিটন দম্পতির আগে কোনো সন্তান হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]