শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ চীনের হাংজু শহরে বৈঠক করেছেন। তারা দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি সম্পাদনের কথা জানান।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুই দেশের প্রেসিডেন্ট শুক্রবার যৌথভাবে চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। চীনা প্রেসিডেন্ট শি জিন পিং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদকে বলেছেন, চীন-সিরিয়া কৌশলগত অংশীদারিত্ব দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, বিদেশি হস্তক্ষেপ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সিরিয়ার অবস্থানকে সমর্থন করে বেইজিং। এ সময় বাশার আসাদ সিরিয়ার দুর্দিনে সেদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানোর জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।

চীনের প্রেসিডেন্ট যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় পুনর্গঠন কাজে সহযোগিতা করারও ঘোষণা দিয়েছেন।

১২ বছর আগে সিরিয়ায় উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বর্বরতা শুরু হয়। সে সময় আমেরিকা যখন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার জন্য সব ধরনের ষড়যন্ত্র করছিল তখন চীন দামেস্কের প্রতি অকুণ্ঠ সমর্থন দেয়। এরপর সিরিয়ার প্রেসিডেন্টের সফর অনুষ্ঠিত হলো।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(230 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]