শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোমালিয়ায় আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ১৩

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সোমালিয়ায় পুলিশের চেকপয়েন্টে বিস্ফোরক বোঝাই ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে এক জঙ্গি। এ হামলায় ১৩ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ৪৫ জন।

আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

রোববার হিরান প্রদেশের বেলেডওয়েন শহরে এ হামলার ঘটনা ঘটে।

শহরের মেয়র আবদুলাহি আহমেদ মালিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় ঐ চেকপয়েন্টের আশপাশের বেশ কয়েকটি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। নিহত এবং আহতদের মধ্যে বেশির ভাগই সেই সব ভেঙে পড়া বাড়ির বাসিন্দা। বুলডোজ়ারের মাধ্যমে কংক্রিটের ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনী। কিন্তু ধ্বংসস্তূপে এখনো কারো কারো আটকে থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় প্রশাসন।

আবদুলাহি বলেছেন, যা হয়েছে, তা অত্যন্ত জঘন্য কাজ। বিস্ফোরণের অভিঘাতে ঐ এলাকা পুরোপুরি তছনছ হয়ে গিয়েছে।

এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশের সন্দেহ, স্থানীয় আল শাবাব জঙ্গি গোষ্ঠীর দিকেই। গত ১৫ বছর ধরে সোমালিয়ার নানা অংশে নাশকতা চালিয়ে আসছে আল কায়দার এই শাখা সংগঠন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১০ অপরাহ্ণ | সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(231 বার পঠিত)
(204 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]