শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের পরদিনই সড়কে ঝরল পুলিশ কর্মকতার প্রাণ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

বিয়ের পরদিনই সড়কে ঝরল পুলিশ কর্মকতার প্রাণ

বিয়ের পরদিন বাড়িতে নতুন বউ রেখে আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় পুলিশের বিশেষ শাখার এসআই জহুরুল ইসলাম (৩৭) ও তার বন্ধু মোনায়েম হোসেন সুজন (৩৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার কলেজ বাজার পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুর জয়নগর গ্রামের আফফার উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম। তিনি নীলফামারী জেলায় পুলিশের বিশেষ শাখায় এসআই হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে, জহুরুলের বন্ধু মোনায়েম হোসেন সুজন (৩৬) ফুলবাড়ী উপজেলার লালপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বিয়ে হয়েছে সোমবার। পরদিন মঙ্গলবার রাজশাহীতে একটি মামলার সাক্ষ্য দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন এসআই জহুরুল ইসলাম। সঙ্গে ছিলেন তার বন্ধু মোনায়েম হোসেন সুজন। রাত ৯টায় তারা বিরামপুর উপজেলার কলেজবাজার পেট্রল পাম্পের সামনে আসলে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা দু’জনই। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নীলফামারী জেলা পুলিশের সঙ্গে আলোচনা করে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]