বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রোগীর স্বজন পরিচয়ে যান হাসপাতালে, গভীর রাতে করেন চুরি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

রোগীর স্বজন পরিচয়ে যান হাসপাতালে, গভীর রাতে করেন চুরি

রাজধানীর মিরপুরে চুরির অভিযোগে জাহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে মিরপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে (বিআইএইচএস) থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদ বিভিন্ন হাসপাতালে রোগীর স্বজন সেজে ঘোরেন, এরপর মোবাইল, টাকা চুরি করে পালিয়ে যান।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন জানান, জাহিদ একজন ছিঁচকে চোর। সবাই সাধারণত নিজে অসুস্থ হলে কিংবা কোনো স্বজন অসুস্থ হলে হাসপাতালে যায়। কিন্তু জাহিদ হাসপাতালে যান চুরি করতে। তিনি দেশের বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ঘোরেন। সেখানে রোগীর স্বজন বলে পরিচয় দেন। এরপর রাতে সেখানেই অবস্থান করেন। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনই জাহিদ রোগী এবং রোগীদের স্বজনদের মোবাইল, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে পালিয়ে যান।

তিনি আরো জানান, ৭ বছর ধরে জাহিদ এভাবে সিলেট, গাইবান্ধা, টাঙ্গাইল, কুমিল্লা, সিরাজগঞ্জ, পাবনা, নড়াইল, যশোরের বিভিন্ন হাসপাতালে চুরি করে আসছিলেন। শনিবার রাতেও তিনি মিরপুরের বিআইএইচএস হাসপাতালে যান এবং রোগীর স্বজন পরিচয় দিয়ে বসে থাকেন। ভোর সাড়ে ৪টার দিকে সবাই ঘুমিয়ে পরলে তিনি ৫ম তলার ৫০৭ নম্বর ক্যাবিনে ঢুকে মোবাইল চুরির চেষ্টা করেন। কিন্তু এ সময় রোগীর ঘুম ভেঙে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]