বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় একটি যাত্রীবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে এগিয়ে গিয়ে হাওড়া-চেন্নাই লাইনে দাঁড়ানো অপর একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

অন্ধ্রের বিজিয়ানগরাম জেলায় ঘটা এই দুর্ঘটনার পর ১৮টি ট্রেন যাত্রা বাতিল ও ২২টির যাত্রাপথ পরিবর্তন করা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অন্ধ্রের বিশাখাপত্তনম থেকে পালাসাগামী একটি স্পেশাল ট্রেন কোনো সিগন্যাল না পেয়ে আলমান্ডা ও কান্তাকাপাল্লের মধ্যবর্তী স্থানে হাওড়া-চেন্নাই লাইনে দাঁড়িয়ে ছিল, এ সময় বিশাখাপত্তনম থেকে মহারাষ্ট্রের রায়গড়ের উদ্দেশে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী ট্রেন সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়, এতে ট্রেন দুটির অন্তত তিনটি বগি লাইনচ্যুত হয়।

ভারতের রেল মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দুর্ঘটনার জন্য ‘কর্মীদের ভুল’কে দায়ী করেছে, জানিয়েছে রয়টার্স।

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিনের চালক সিগন্যাল খেয়াল না করায় এ ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে আসা ছবিগুলোতে কয়েকটি বগিকে লাইনচ্যুত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। চারপাশে লোকজন জড়ো হয়ে আছে।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মধ্যরাতের আগেই লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত বগিগুলো বাদে দুর্ঘটনাস্থল পরিষ্কার করে ফেলা হয়েছে।

বিজিয়ানগরাম জেলা প্রশাসন জানিয়েছে, আহত ৪০ জন যাত্রীর সবাই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, তাদের মধ্যে চারজনের অবস্থা সঙ্কটজনক।

দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন বলে সোমবার সকালে নিশ্চিত করে জানিয়েছেন বিজিয়ানগরামের কালেক্টর নাগালক্ষী।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহত প্রত্যেককে আড়াই লাখ রুপি এবং কম আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী বৈঞ্চব।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে অতিরিক্ত আরও ২ লাখ রুপি ও আহতদের প্রত্যেককে আরও ৫০ হাজার রুপি করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে চলতি বছরই হাওড়া-চেন্নাই লাইনে তিনটি ট্রেনের সংঘর্ষে ঘটা এক ভয়াবহ দুর্ঘটনায় ২৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। ২ জুন উড়্যষার বহানগা বাজার স্টেশনের কাছে শালিমার-চেন্নাই করোমন্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওরা সুপারফাস্ট এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(221 বার পঠিত)
(201 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]