শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশিরা এদেশে দল করুক, দেখুক কয়টা ভোট পায়: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কোনো কোনো বিদেশি প্রতিষ্ঠানের মনে হয় বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া উচিত। তাদের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা উচিত। তারা দেখুক কয়টা ভোট পায়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে শর্তহীন সংলাপের কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রেজিস্ট্রেশনের জন্য তাদের আবেদন করা উচিত। তারা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান করবে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তারা রাজনৈতিক অবস্থান নেবে। তারা একটা দল করুক। আর জনগণের কাছে দেখুক কয়টা ভোট পায়।

চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম কমছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশের ইমেজ নষ্ট করার জন্যই তো তারা (বিএনপি) এসব করছে। তাদের উদ্দেশ্য তো মহৎ না। দেশটা সবার। দেশের বদনাম হলে সবার ক্ষতি হবে। তারা এ জিনিসটা মনে হয় ঘূর্ণাক্ষরেও চিন্তা করেন না। কারণ, তাদের ছেলে-মেয়ে সব বিদেশে থাকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী পক্ষ দেশের কিন্তু শক্র না। কিন্তু তাদের আচরণ আর যেভাবে তারা কাজ করেছে, মনে হয় এটা তাদের শক্র দেশ। তারা দেশের উন্নয়ন চায় না। দেশের এই যে প্রগতি, এটা তারা চায় না। যারা এসব করছে, তারা পরাধীন দেশের মনমানসিকতায় আছে। তাদের পরিপক্বতা দরকার।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]