শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া ;   |   মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

পেকুয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পেকুয়া থানা কম্পাউন্ড থেকে শনিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালি উদ্ধোধন করেন চকরিয়া- পেকুয়ার সাংসদ জাফর আলম।

”পুলিশই জনতা জনতাই পুলিশ” শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর হায়দার।

পেকুয়া থানার এসআই শফিউল আলমের পরিচালনায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ জাফর আলম।

বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, উপজেলা আ’লীগের সভাপতি সাইফুদ্দিন খালেদ, জেলা পরিষদের সদস্য এইচ,এম শওকত, কমিউনিটি পুলিশিং পেকুয়া উপজেলা শাখার সভাপতি চেয়ারমান তোফাজ্জল করিম, সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কবির, টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী,

বক্তৃতারা বলেন- পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, দেশ ও সমাজের মধ্যে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হওয়া মানুষ কে সঠিকভাবে বুঝিয়ে সত্য পথে এগিয়ে আনার জন্য এবং দেশ সমাজ বিরুদ্ধে অপ্রীতিকর ঘটনার মাধ্যম হিসেবে কাজ করা কমিউনিটি পুলিশিং এর কাজ, দেশের বিভিন্ন বাহিনীর চেয়ে পুলিশ সবচেয়ে জনগনের কাছে থেকে কাজ করে যাচ্ছেন সেবায়।

ওই সময় কমিউনিটি পুলিশং পেকুয়া প্রতিটি ইউনিয়নের সভাপতি, সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীদের নিয়ে পেকুয়া থানা কম্পাউন্ডার হতে পেকুয়া চৌমুহনী চত্বরে হয়ে পেকুয়া থানায় এসে র‌্যালি শেষ করে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]