শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পেকুয়ায় সরকারি বনের গাছ গিলে খাচ্ছে অবৈধ স’মিল,বন কর্মকর্তা নীরবে

এইচ,এম শহিদুল ইসলাম, পেকুয়া-   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

পেকুয়ায় সরকারি বনের গাছ গিলে খাচ্ছে অবৈধ স’মিল,বন কর্মকর্তা নীরবে-

এইচ,এম শহিদুল ইসলাম
পেকুয়া-কুতুবদিয়া- প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বন ও মহাসড়কের পাশে সরকারী অনুমোদনহীন ১৯ স’মিল বসিয়ে দিনরাত বনাঞ্চলের গাছ চিরাইয়ের কাজ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে বন নিধনকারী সংঘবদ্ধ এ চক্রটি বনাঞ্চলের গাছ সরবরাহ করে চিরাই করলেও স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর বন্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে হুমকির মুখে পড়েছে সরকারী বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি।

জানা যায়, পেকুয়া উপজেলার ৭ইউনিয়নের মধ্যে টইটং, বারবাকিয়া ও শিলখালীর ভৌগলিক অবস্থান পাহাড়ি অঞ্চল। কক্সবাজার জেলার অধীন হলেও পাহাড়ী তিন ইউনিয়নের বিস্তীর্ণ বনাঞ্চল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীনে। ফলে, দুই জেলার প্রশাসনিক টানা হেচঁড়ার মধ্য দিয়ে সরকারী সংরক্ষিত বনাঞ্চল ও বনজ সম্পদের রক্ষনাবেক্ষণ দু’টানা অবস্থায় বিদ্যমান। আর এর সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ বন নিধনকারী ও অবৈধ স’মিল মালিক চক্র।

সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামায় চড়াপাড়া বাজারের বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কের দুই পাশে ৩টি, বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়াকাটায় ৩টি, টইটং ইউনিয়নের হাজীর বাজারে ২টি, টইটং বাজারে ২টি, মৌলভী বাজারে ১টি, টইটং রাজাখালীর আরব শাহ বাজারে ৪টি, রাজাখালী ভাঙ্গাখালীতে ১টি পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ৩টিসহ আরো ৯টি স’মিল রয়েছে। এসব অবৈধ স’মিল স্থাপনের পর থেকে অদ্যবধি পর্যন্ত পরিবেশ অধিদপ্তর, প্রশাসন ও বন বিভাগ অভিযান চালায়নি। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তায় দ্বিগুণ উৎসাহে এসব অবৈধ স’মিলগুলোতে বনের গাছ চিরাই বহুগণ বেড়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স’মিল মালিক বলেন, বারবাকিয়া রেঞ্জের শিলখালী, টইটং ও পহরচাঁদা বনবিটে কর্মরত কর্মচারীদের ম্যানেজ করেই চলছে এসব স’মিল গুলো। কোন ধরনের সরকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পরিচালিত স’মিলে দিনের পর দিন, বছরের পর বছর ধরে চলছে চকরিয়া,লামা ও বারবাকিয়া সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন প্রজাতির গাছ চিরাই। এসব করাত কলের মালিকদের সাথে অসাধু গাছ ব্যবসায়ী ও বনদস্যু সিন্ডিকেটের রয়েছে গভীর সখ্যতা।

স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তি ও সুশীল সমাজের লোকজন অভিযোগ করে বলেন,৭টি ইউনিয়নের ছোট একটি উপজেলায় অনুমোদন বিহীন বিপুল সংখ্যক অবৈধ স’মিলের কারণে চরম হুমকি ও ঝুঁকির মুখে পড়েছে উপজেলার বিস্তীর্ণ সংরক্ষিত বনাঞ্চল।

চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের অধীন পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ ২৮ স’মিল রয়েছে। এরমধ্যে চলতি মাসের ২৩ নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে পেকুয়া বাজারে ১০টি অবৈধ স’মিলে অভিযান চালিয়ে স’মিলের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। উপজেলা প্রশাসন সহযোগীতা করলে অন্যান্য অবৈধ স’মিলে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]