শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবা-আখাউড়ায় নৌকার মাঝি হলেন আইনমন্ত্রী আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ আসনের নৌকার মাঝি হিসেবে আনিসুল হকের নাম ঘোষণা করা হয়। সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আইনমন্ত্রী আনিসুল হক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এর আগে পরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তিনি।

এদিকে আনিসুল হক পরপর দুই বার আইনমন্ত্রী হয়ে এলাকায় হাজারো মানুষের কর্ম সংস্থান সৃষ্টি, শতভাগ বিদ্যুতায়ন, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, সরকারি বেসরকারি অবকাঠামোসহ সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন করেন। সেইসাথে দলকে নিজস্ব ধারায় সুসংগঠিত করেছেন। এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ডে আওয়ামী লীগের ভোট বৃদ্ধি পাওয়ায় এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

তৃতীয় বারের মতো নৌকার মাঝি হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কসবা-আখাউড়ার দলীয় নেতাকর্মী সমর্থনসহ সাধারণ জনগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ দিকে নৌকার মাঝি হিসেবে আনিসুল হকের নাম ঘোষণা হওয়ায় আখাউড়ায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪১ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]