শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইল-১ আসনে কবিরুল হক মুক্তি নৌকার মাঝি

নিজস্ব প্রতিবেদক:   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এর মধ্যে নড়াইল-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।মনোনয়ন পাওয়ার খবরে নড়াইল-১ আসনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহ আনন্দ উল্লাস করেন।

নড়াইল-১ আসন থেকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ছাড়াও এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে ১১ জন। নড়াইল সদরের ৫টি ইউনিয়ন এবং কালিয়া উপজেলা ও নড়াগাতি থানা নিয়ে গঠিত নড়াইল-১ আসন।

বিএম কবিরুল হক মুক্তির দলীয় মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন,নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম নবী কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীমূর রহমান ওসি, কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ, নড়াগাতি থানা আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাধারন সম্পাদক।

এছাড়াও এ আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন,নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতি থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী মফিজুরমান.জেলা আওয়ামী লীগের সদস্য চৈতী রানী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা অসিত বরন সাহা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের সহ-সভাপতি লিকু সিকদার, ব্যারিস্টার আমিনুর রহমান আলামিন ও ইমদাদ মিনা।

কালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ বলেন, আওয়ামীলীগ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, যে কারণে এই দলে একাধিক প্রার্থী থাকাই স্বাভাবিক। কিন্তু বর্তমান সংসদ সদস্যের নেতৃত্বে কালিয়ার তৃণমূল আওয়ামীলীগ আজ ঐক্যবদ্ধ। সে কারণেই বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা নড়াইল-১ এর বর্তমান সংসদের উপর আস্থা রেখেছেন।

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, আওয়ামীলীগের দলীয় মনোনয়ন অনেকে চাইছে । তবে দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে আছি।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]